সুদীপ দাস,৬ এপ্রিল:- একটা নিজামুদ্দিন কতটা ভয়ঙ্কর হতে পারে তা আজ প্রমানিত। কিন্তু তারপরও হুশ ফেরেনি সাধারন মানুষের। প্রতিদিনই বেশ কয়েকটা নিজামুদ্দিনের চেহারা নিচ্ছে। ব্যান্ডেলের পাইকারী সব্জি বাজার। ভোররাত থেকেই এই বাজার বসা শুরু হয়। ভোর ৫টা থেকে ৭টা পর্যন্ত এই বাজার দেখলে মনে হবে এ বোধহয় অন্য কোন গ্রহ। যেখানে থাবা বসাতে পারেনি মারন ভাইরাস করোনা। কিন্তু বাজারের মাঝামাঝি জায়গায় অবস্থিত দেবানন্দপুর পঞ্চায়েতের সামনা সামনি এলেই ভূল ভাঙবে। কানে আসবে ভিড় এড়াতে মুখ্যমন্ত্রীর রেকর্ডিং। কিন্তু তাতে কি! হাজার-হাজার মানুষ এ-ওর ঘারে ওঠে সব্জি কিনতে ব্যাস্ত। সামনেই পুলিশ, পঞ্চায়েতের ভলান্টিয়ার। তাতে থোরাই কেয়ার। এখান থেকে সব্জি কিনে নিজ-নিজ এলাকায় গিয়ে বিক্রি করতে হবে যে! তাই করোনাকে ভূলে অবাধেই চলে বিকিকিনি। জিজ্ঞাসা করতেই বাঙালির অজুহাত ঠোঁটের গোড়ায়! কি করবো ? আমি তো ঠিক আছি;
ও শুনছে না ; এইসব আর কি ! কিন্তু বাজার যদি পুলিশ-প্রশাসন বন্ধ করে দেয় ? সে প্রশ্ন শুনে এককথায় উত্তর আত্মহত্যা ছাড়া গতি নেই! কিন্তু এভাবে ভিড় করাও তো করোনাকে ডেকে নিয়ে এসে আত্মহত্যারই সামিল ! সেকথা মানুষ কবে বুঝবে। অনেকেরই আবার বক্তব্য ভিড় করার এতদিনের অভ্যাস এত তাড়াতাড়ি মানুষ কি করে ছাড়বে ! তবে বাজার সমিতির দাবি মানুষকে বলেও কোন লাভ হচ্ছে না। এবার বাজারটা বন্ধ করে দেওয়াই ঠিক হবে। পঞ্চায়েত সদস্য পিযুষ ধর বলেন ভিড় কমাতে বাজারটিকে প্রায় দেড়শো মিটার বাড়ানো হয়েছে। সর্বদা মাইক প্রচার চলছে কিন্তু তাতেও হুশ ফেরেনি মানুষের। লকডাউনে ছার থাকায় অনেক মানুষই সব্জির ব্যাবসায় নেমেছে। তাই পাইকারী বাজারে ভিড়ও বেড়েছে। এবার বাজারটা বন্ধ না করলে গতি নেই।Related Articles
কাঁচামালের অভাব দেখিয়ে বন্ধ গোন্দলপাড়া জুট মিল।
হুগলি, ১ জানুয়ারি:- শ্রমিক মালিক অসন্তোষের জেরে নতুন বছরের প্রথম দিনেই বন্ধ হয়ে গেল চন্দননগরের গোন্দোলপাড়া জুট মিল। ফলে কাজ হারালো প্রায় পাঁচ হাজার শ্রমিক। সকালে কাজে যোগ দিতে এসে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দেখে ক্ষোভে ফেটে পড়ে। নতুন বছরে বাবু আমাদের ভালো বাসলেন। চন্দননগরে গোন্দলপাড়া জুটমিল বন্ধ হতেই এই প্রতিক্রিয়া দিল শ্রমিকরা। আড়াই বছর […]
দুর্গা পুজোয় অগ্নিকাণ্ড এড়াতে পুজো কমিটিগুলিকে সতর্কতার বার্তা দমকলমন্ত্রীর।
কলকাতা, ২৪ আগস্ট:- দুর্গাপুজোয় বড়সড় অগ্নিকাণ্ড এড়াতে পুজো মন্ডপের ওয়্যারিং সঠিক ভাবে করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য পুজো কমিটি গুলি সহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেছেন দমকল মন্ত্রী সুজিত বসু। বুধবার দমকলের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। সেখানে পুজো প্যান্ডেলের বৈদ্যুতিক সংযোগ, ওয়ারিং ঠিকই রাখতে কী কী ব্যবস্থা নেওয়া হবে সেটা দেখতে দমকল কর্তাদের […]
কুকুর ছানাদের বস্তায় ভরে ফেলে আসা হলো ভাগাড়ে ? ভিডিও ভাইরাল হতেই নিন্দায় মুখর সাধারণ মানুষ।
হাওড়া, ২১ নভেম্বর:- পাড়ার কুকুর ছানারা প্রতিদিন রাস্তাঘাট নোংরা করছিল। এই অপরাধে কুকুর ছানাদেরই বস্তায় ভরে স্কুটিতে করে নিয়ে ফেলে আসা হলো ভাগাড়ে। এই ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। পশুপ্রেমী থেকে সাধারণ মানুষ এই ঘটনাকে অপরাধের সঙ্গেই তুলনা করছেন। যে বয়স্ক ব্যক্তি ও মহিলা এমন কাণ্ড ঘটিয়েছেন তাদের শাস্তিও দাবিও করেছেন […]