এই মুহূর্তে কলকাতা

আর ভার্চুয়ালি নয় কালীপুজোয় সশরীরেই পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী।

কলকাতা, ৭ নভেম্বর:- পায়ে চোটের কারণে দুর্গাপুজোয় ছিলেন ঘরবন্দী। তবে এ বছর ভার্চুয়ালিই প্রায় ১২০০ দুর্গাপুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো পার হয়ে কালী পুজো দোরগোড়ায়। সুস্থ হয়ে ফের চলাফেরা শুরু করেছেন মুখ্যমন্ত্রীও। এবারও যথারীতি বহু কালীপুজোর উদ্বোধনের আবেদন জমা পড়েছে মুখ্যমন্ত্রীর দফতরে। তাই ভার্চুয়াল নয়। সশরীরেই বেশ কিছু কালী পুজো উদ্বোধন করার ব্যাপারে মুখ্যমন্ত্রী সবুজ সংকেত দিয়েছেন বলে জানা গেছে। বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে সশরীরে কয়েকটি পুজো মণ্ডপে উপস্থিত থেকে কালীপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, বুধবার থেকে কালীপুজোর উদ্বোধন শুরু করবেন তিনি। নবান্ন সূত্রে খবর, বুধবার মন্ত্রিসভার বৈঠক রয়েছে। বৈঠক শেষ করেই কলকাতার বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তালিকায় রয়েছে, হরিশ মুখার্জি স্ট্রিটের ভেনাস ক্লাবের পুজো। এছাড়াও কয়েকটি পুজোর উদ্বোধন করার কথা তাঁর। এদিকে বুধবার মন্ত্রিসভার বৈঠকের দিকেও রাজনৈতিক মহলের নজর রয়েছে। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বুধবারের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে অনেকে মনে করছে। মন্ত্রিসভার বৈঠক থেকে নতুন কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকেও নজর রয়েছে বিভিন্ন মহলের।