হাওড়া, ১১ অক্টোবর:- ছাত্রকে শাসন করায় স্কুলে ঢুকে শিক্ষককে লাঠি দিয়ে পেটালেন ছাত্রের অভিভাবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনান থানা এলাকার একটি প্রাথমিক স্কুলে। উল্লেখ্য, ওই স্কুলের যথেষ্ট সুনাম রয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার ওই স্কুলের প্রথম শ্রেণীর এক ছাত্র দুষ্টুমি করায় তাকে বকাঝকা ও পায়ে স্কেল দিয়ে অন্যান্য ছাত্রদের সঙ্গে সামান্য মারেন ওই শিক্ষক।
এরপর সারাদিন ওই ছাত্র স্কুল করে। বাড়ি ফিরে সে ঘটনাটি মাকে বলে। অভিযোগ, বুধবার দুপুরে কাজ থেকে ফিরে স্কুলে গিয়ে ওই শিক্ষককে মারধর করেন ছাত্রের অভিভাবক। চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত ছাত্রের বাবা এলাকা ছেড়ে পালিয়ে যান। এই ঘটনায় শিক্ষকদের মধ্যে ফের আতঙ্ক তৈরি হয়েছে।