তরুণ মুখোপাধ্যায়, ২১ সেপ্টেম্বর:- ভারতীয় খাদ্য নিগম ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া সারা দেশে রেশন ব্যবস্থার মাধ্যমে ফর্টিফাইড পুষ্টিকর চাল দেশের মা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন, অপুষ্টি জনিত শিশু এবং রক্ত অল্পতায় যেসব মায়েরা ভুগছেন সেক্ষেত্রে তাদের পুষ্টির ক্ষেত্রে প্রভূত সহায়তা হবে। এই নিয়ে সারাদেশ জুড়ে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া সচেতনতা কর্মসূচি গ্রহণ করেছেন সেই রকমই এক অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হলো শ্রীরামপুর ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার ডিপোতে।
এদিনের এই অনুষ্ঠানে স্থানীয় স্কুলের ছোট ছোট ছাত্র ছাত্রী দের নিয়ে তাদের শিক্ষক শিক্ষিকারা যেমন এসেছিলেন তেমনি এসেছিলেন মিড ডে মিলের সঙ্গে যুক্ত কর্মীরা এবং স্থানীয় অধিবাসীবৃন্দ। অনুষ্ঠানে এফসিআই এর শ্রীরামপুর ডিপোর প্রধান কৌস্তব কান্তি বালা এবং দ্বীপায়ন নাগ বিস্তারিত হবে এই কর্মসূচি সাংবাদিকদের কাছে তুলে ধরে জানান ক্যালসিয়াম এবং বিভিন্ন ভিটামিনযুক্ত পুষ্টিকর এই চাল কিভাবে মানুষদের সুস্থ এবং সবল থাকতে সাহায্য করছে। অনুষ্ঠানে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার অন্যান্যদের আধিকারিকদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমতি সৌমিতা দাস শায়ন সাহা জয়শ্রী পান্ডে আবির সাঁতরা স্বাগতা সাহা এবং পল্লবী দাস।