এই মুহূর্তে জেলা

রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্যানিং স্পোর্টশ কমপ্লেক্সের মাঠে যুদ্ধকালীন ভাবে তৈরি হল আইসোলেশন ওর্য়াড।

 

দ:২৪পরগনা,১ এপ্রিল:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং-১ ব্লকের স্পোর্টস কমপ্লেক্স মাঠে তৈরি হল ৫৬ টি বেডের আইসোলেশন।গত ৩০ মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী জেলাশাসক ও জেলা প্রশাসনের সাথে ভিডিও কনফারেন্সে নির্দেশ দেন ক্যানিং স্পোর্টশ কমপ্লেক্স মাঠে একটি আইসোলেশন ওয়ার্ড তৈরি করতে হবে। সেইমতো ক্যানিং স্পোর্টশ কমপ্লেক্স মাঠে খেলোয়াড়দের ড্রেসিং রুমে যুদ্ধকালীন তৎপরতায় ৫৬ টি শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরি করা হয় এবং আরও ৪৫ টি তৈরি করা হবেআইসোলেশন বেড তার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।সুন্দরবন থেকে বহু মানুষজন বাইরের রাজ্যে এবং বিদেশে গিয়ে ছিল কাজের তাগিতে।এরমধ্যে অনেক মানুষজন বাড়ি ফিরে এসেছে।তাদের নজরে রেখেছে বিভাগীয় দফতরের কর্মীরা।এদিকে সারা বিশ্ব জুড়ে করোনা ভাইরাস থাবা বসিয়েছে।ভারতে দিনের পর দিন করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।বাড়ছে এই রাজ্যেও।তাই আগে ভাবে সতর্ক প্রশাসন।সেইমত ক্যানিং স্পোর্টশ কমপ্লেক্স মাঠে তৈরি হল ৫৬ বেডের আইসোলেশন।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.