এই মুহূর্তে কলকাতা

মন্ত্রিসভার পর প্রশাসনের শীর্ষস্তরেও বড়সড় রদবদল রাজ্যের।


কলকাতা, ১১ সেপ্টেম্বর:- মন্ত্রিসভার রদবদলের পর প্রশাসনের শীর্ষ স্তরে বড়সর রদবদল করল রাজ্য সরকার। জেলাশাসক ও আইপিএস মহলে ব্যাপক রদবদল করা হয়েছে এই পর্বে। মোট ১১ জেলার জেলাশাসককে বদল করা হয়েছে। মোট ৩১ জন আইপিএস বদলির নির্দেশিকা জারি করেছে নবান্ন। মোট ৮ পুলিশ জেলার পুলিশ সুপার বদল করা হয়েছে। নবান্নের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তর দিনাজপুরের জেলাশাসক হিসেবে দায়িত্ব পাচ্ছেন বর্তমানে আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা। টানা ৫ বছর উত্তর দিনাজপুরের জেলাশাসকের দায়িত্ব সামলানোর পর সরানো হচ্ছে অরবিন্দ কুমার মিনাকে। হাওড়ার দায়িত্ব পাচ্ছেন বর্তমানে হুগলিতে নিযুক্ত ড. দীপাপ প্রিয়া পি। দার্জিলিংয়ের জেলাশাসক তথা জিটিএর প্রিন্সিপাল সেক্রেটারি পোন্নাম্বালম এস পূর্ব বর্ধমানের দায়িত্ব পাচ্ছেন।

পশ্চিম বর্ধমানের এস অরুণ প্রসাদ নদীয়ার দায়িত্বে আসছেন। উত্তর ২৪ পরগনা থেকে দার্জিলিং যাচ্ছেন প্রীতি গোয়েল। আলিপুরদুয়ারের দায়িত্বে আসছেন আর বিমলা। অর্থ দপ্তরের বালাসুভ্রমণিয়ম কালিম্পংয়ের জেলাশাসক হচ্ছেন। প্রিয়াঙ্কা সিংলা পশ্চিম বর্ধমানের দায়িত্ব পাচ্ছেন। এছাড়াও কয়েকজন জেলাশাসককে প্রশাসনের অন্যান্য দফতরে বদলি করা হয়েছে। শিলিগুড়ির পুলিশ কমিশনারকে বদলির পাশাপাশি একাধিক জেলার পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর, কোচবিহার, মুর্শিদাবাদ জেলায় পুলিশ সুপারদের বদল ঘটেছে। কোচবিহার, রাণাঘাট, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরেও পুলিশ সুপার বদল হয়েছে।