সুন্দরবন,২৬ নভেম্বর:- নদিয়ার চাকদা থেকে সুন্দরবন ভ্রমণে এসে জলে পড়ে তলিয়ে গেল এক পর্যটক। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে সুন্দরবনের সাতজেলিয়ার কাছে। নিখোঁজ পর্যটকের নাম সৈকত রায়(৩৮)। ঘটনার খবর পেয়ে সোমবার রাত থেকেই সুন্দরবন কোস্টাল থানার পুলিশ সৈকতের খোঁজে তল্লাশি শুরু করেছে । ২৪ শে নভেম্বর রবিবার নদিয়ার চাকদা থেকে ২৩ সদস্যের একটি পর্যটক দল আসেন সুন্দরবনের কৈখালীতে। সেখান থেকে সোমবার সকালে একটি ভুটভুটি ভাড়া করে তারা সুন্দরবনের বিভিন্ন এলাকা ঘুরতে বের হন। মূলত, সুন্দরবনের সজনেখালি, সুধন্যখালি, বুড়ির ডাবরি এলাকা পরিদর্শনে যাওয়ার কথা ছিল তাদের। সোমবার বিকেল নাগাদ যখন তাদের ভুটভুটিটি সজনেখালি লাগোয়া সাতজেলিয়ার কাছে ছিল ঠিক তখন অসাবধানতাবশত সেখান থেকে জলে পড়ে যান সৈকত। সঙ্গীরা কিছু বুঝে ওঠার আগেই বিদ্যাধরী নদীতে তলিয়ে যান তিনি। সঙ্গীরা তাকে খোঁজার চেষ্টা করলেও ব্যর্থ হন। এরপর তারা ফিরে কুলতলি থানায় এ বিষয়ে জানান। খবর পেয়ে নড়েচড়ে বসে পুলিশ। সাথে সাথেই কুলতলি থানার তরফ থেকে সুন্দরবন কোস্টাল থানার সাথে যোগাযোগ করা হয়। সোমবার রাতেই পর্যটক নিখোঁজের খবর পেয়ে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ সাতজেলিয়ার কাছে নদীতে খোঁজাখুঁজি শুরু করে কিন্তু মঙ্গলবার সকাল পর্যন্ত কোন খোঁজ মেলেনি ঐ পর্যটকের। ঘটনার খবর পেয়ে সৈকতের বাড়ির লোকজন মঙ্গলবার সকালে এসে পৌঁছন কুলতলি থানায়। তারা এ বিষয়ে এখনো কারো বিরুদ্ধে অভিযোগের আঙুল না তুললেও, এই ঘটনার সঠিক তদন্ত দাবী করেছেন।
Related Articles
আইএসএল খেলার সম্ভবনা অনিশ্চিত লাল-হলুদের।
স্পোর্টস ডেস্ক , ১৪ জুলাই:- ইস্টবেঙ্গলের আইএসএল খেলার সম্ভবনা আবারও অনিশ্চিত হয়ে গেল। আর্থিক সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গলে যে তারা টাকা ঢালতে চায় না, তা স্পষ্ট জানাল বেঙ্গালুরু এফসি। তাঁদের বক্তব্য, লাল-হলুদ আইএসএল খেলুক চাইলেও এ ব্যাপারে কলকাতার এই ক্লাবকে সাহায্য করতে রাজি নয় তারা। ইস্টবেঙ্গল আইএসএল খেলার সুযোগ পেলে, টুর্নামেন্ট আরও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে বিশ্বাস […]
করোনা প্রতিরোধে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ভার্চুয়ালি বৈঠক প্রধানমন্ত্রীর।
কলকাতা , ৮ এপ্রিল:-আবারও ক্রমবর্ধমান করোনা সংক্রমণ প্রতিরোধে কী ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় আরও এক দফায় এই রাজ্য সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসবেন। তবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকায় বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। তার পরিবর্তে মুখ্যসচিব […]
চাকরি দেবার নামে জালিয়াতির অভিযোগে দুই ব্যক্তিকে আদালতে পাঠালো পুলিশ।
হুগলি, ৭ জুলাই:- হুগলির তারাকেশ্বরে রোড সেফটি অর্গানাইজেশনের ভুয়ো অফিস থেকে গ্রেপ্তার দুই ব্যক্তিকে আদালতে পাঠালো তারাকেশ্বর থানার পুলিশ। ধৃতদের নাম সুমন পাল ও আনন্দ কুমার সরেন। পুলিশ সুত্রে জানা গিয়েছে, সুমন পালের বাড়ি কালনার বিতেরা গ্রামে এবং আনন্দ কুমার সরেনের বাড়ি খানাকুলে। আনন্দ কুমার সরেন খানাকুলের নতিবপুর হাই স্কুলের ভূগোলের শিক্ষক।এমনকি এই ভুয়ো অর্গানাইজেশনের […]






