হাওড়া, ২৫ আগস্ট:- বন্দে ভারত এক্সপ্রেসের যান্ত্রিক ত্রুটি, পরিবর্তে স্পেশাল ট্রেন। হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে শেষ মুহূর্তে যান্ত্রিক ত্রুটি। এর ফলে শুক্রবার হাওড়া থেকে নির্দিষ্ট সময়ে নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলনা আপ বন্দে ভারত এক্সপ্রেস। এর প্রতিবাদে বেশ কিছু যাত্রী এদিন ক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ বন্দে ভারত এক্সপ্রেসে তারা টিকিট কেটেছেন। ট্রেনের গতি এবং সুযোগ সুবিধার জন্য। কিন্তু ওই ট্রেন না চলায় তারা অসুবিধায় পড়েছেন। এর পরিবর্তে যে বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়েছে তাতে আসন অথবা পানীয় জলের ব্যবস্থা খুব খারাপ।
যদিও পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার জানিয়েছেন, বন্দে ভারত এক্সপ্রেস যান্ত্রিক ত্রুটি হয়েছিল। তাই যাত্রীদের নিরাপত্তার কারণে আজ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি ছাড়েনি। যাত্রীদের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে আগে। এই স্পেশাল ট্রেনটিকে বন্দে ভারত এক্সপ্রেসের রুটেই চালানো হবে। গতিও বাড়ানোর পাশাপাশি ওই ট্রেনের খাবার দেওয়া হবে। যান্ত্রিক ত্রুটির কারণে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটিকে হাওড়া স্টেশনে চার নম্বর প্লাটফর্মে দাঁড় করিয়ে রাখা হয়। স্পেশাল ট্রেনটি এক ঘন্টা দেরিতে হাওড়া স্টেশনের ৭ নম্বর প্লাটফর্ম ছেড়ে যায়।