হাওড়া, ২১ আগস্ট:- রক্তদান শিবির ঘিরে হাওড়ার শিবপুরে শাসক শিবিরের ‘গোষ্ঠীকোন্দল’ প্রকাশ্যে চলে এলো। রবিবার হাওড়ার ধাড়সা এলাকায় ওই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। ওই কর্মসূচিকে বেআইনি ও দলবিরোধী বলে দাবি করে বিবৃতি দেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ প্রতিমন্ত্রী তথা শিবপুর কেন্দ্রের বিধায়ক মনোজ তিওয়ারি। রবিবারের ওই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়, কলকাতা পুরসভার মেয়র পারিষদ সদস্য তথা বিধায়ক দেবাশীষ কুমার, হাওড়া পৌরনিগমের মুখ্য প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।
মনোজের এই বক্তব্য প্রসঙ্গে টেলিফোনে রক্তদান শিবিরের আয়োজক ওই ওয়ার্ডের প্রাক্তন সভাপতি সুভাষ ব্যানার্জি জানান, বিধায়ককেও রক্তদান শিবিরে আমন্ত্রণ জানানো হয়েছিল। উনি আসেননি। তবে, বিধায়ক কেন এই রক্তদান শিবিরকে বেআইনি বলছেন তা আমার জানা নেই। আমরা অবশ্যই এই নিয়ে উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলব।