হুগলি, ৬ জুলাই:- সিপিএম প্রার্থীর বাড়িতে বোমা ছোঁড়ার খবর পেয়ে পৌঁছে গেলেন তৃনমূল প্রার্থী। সৌজন্যের রাজনীতি বলছে তৃনমূল, সিপিএম এর দাবী সৌজন্য নয় এলাকায় ভাবমূর্তি ঠিক রাখতে এসেছেন। চুঁচুড়ায় সিপিএম প্রার্থীর বাড়িতে বোমা মারার অভিযোগ। কোদালিয়া-২ গ্রাম পঞ্চায়েতের কানাগড় আদর্শনরের বাসিন্দা কল্পনা মজুমদার ১১৪ নং বুথে সিপিআইএম প্রার্থী। গতকাল তার বাড়িতে দুষ্কৃতীরা বোমা ছোঁড়ে। জানালার কাঁচ ভেঙে যায়। প্রচন্ড শব্দে আতঙ্ক ছড়ায়। প্রতিবেশীরা বেরিয়ে পড়লে দুষ্কৃতীরা চম্পট দেয়। সিপিএমের অভিযোগ পরাজয় নিশ্চিত জেনেই তৃণমূল এসব করছে। অভিযোগ অস্বীকার করেছে তৃনমূল। সিপিএম প্রার্থী কল্পনা মজুমদারের চোখে মুখে আতঙ্কের ছাপ।গতকাল রাত আড়াইটা নাগাদ তার বাড়িতে বোমা মারা হয়।
বোমা ঘরের সামনে পরে প্রচন্ড শব্দে ফাটে। ঘরের জানালার কাঁচে চির ধরে যায়। কল্পনা বলেন, রাতে স্ট্রিট লাইট বন্ধ করে বাইক নিয়ে এসেছিল দুষ্কৃতিরা। ভোটের আগে এলাকায় আতঙ্ক ছড়াতেই বোমা মেরেছে বিরোধীরা। স্থানীয় সিপিআইএম নেতা সোমনাথ করের অভিযোগ, পায়ের তলায় মাটি নেই কোদালিয়ায় পরাজয় নিশ্চিত জেনে ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে। তবে মানুষের যোগ্য জবাব দেবে। বিরোধী দলের প্রার্থীর বাড়িতে বোমা মারা হয়েছে খবর পেয়ে ছুটে আসেন তৃণমূলের জেলা পরিষদ প্রার্থী নির্মাল্য চক্রবর্তী। নির্মাল্য বলেন, ভোট অন্য বিষয়। এলাকার লোক বিপদে পড়লে তাদের পাশে থাকতে হবে। কারা কি উদ্দেশ্যে বোমা মেরেছে সেটা পুলিশ তদন্ত করবে। আমাদের কেউ করে থাকলে সেটা আমাদের ক্ষেত্রে লাভ হবে না। তবে ভোটের আগে এই ধরনের ঘটনা অনভিপ্রেত। বিরোধী দলের প্রার্থীর বাড়িতে বোমা মারা হয়েছে শুনে তৃনমূলের একজন প্রার্থী তার বাড়িতে এলেন, সে বিষয়ে নির্মাল্য বলেন, মানবিকতার জন্য মানুষের পাশে থাকি।