এই মুহূর্তে জেলা

উলুবেড়িয়ায় তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি।

হাওড়া, ১৫ জুন:- পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত হাওড়ার উলুবেড়িয়া। স্থানীয় তুলসীবেড়িয়ার শ্রীরামপুর গ্রামে বৃহস্পতিবার ভোররাতে তৃণমূল যুব নেতার বাড়িতে ব্যাপক বোমাবাজি করা হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযোগের তীর সিপিএমের দুষ্কৃতকারীদের বিরুদ্ধে। যদিও কোনও পক্ষই এই নিয়ে মুখ খুলতে চায়নি। এলাকা থমথমে। পুলিশ গিয়েছে ঘটনাস্থলে। জানা গেছে, উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের তুলসীবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামে তৃণমূলের যুব নেতার বাড়িতে ভোররাতে বোমা মেরে এলাকায় আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা হয়।

এই ঘটনায় অভিযোগ উঠেছে সিপিএমের দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গেছে, এক দুষ্কৃতী তার দলবল নিয়ে বৃহস্পতিবার ভোর থেকে এলাকায় তাণ্ডব চালায়। শ্রীরামপুর এলাকার তৃণমূল কংগ্রেসের যুব সহ সভাপতি খোকন মন্ডলের বাড়িতে বেশ কয়েকটি বোমা মারার অভিযোগ উঠেছে। এই ঘটনায় গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। ঘঠনাস্থলে আসে রাজাপুর থানার পুলিশ। দোষীদের উপযুক্ত শাস্তি চান গ্রামের মানুষ। ঘটনার তদন্ত শুরু করেছে রাজাপুর থানার পুলিশ।