কলকাতা, ১৫ জুন:- বিনামূল্যে আধার তথ্য বদলের সুযোগ আরও তিন মাস বাড়ানো হচ্ছে। আগামী ১৪ ই সেপ্টেম্বর পর্যন্ত ওই সুযোগ মিলবে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। মাই আধার পোর্টালের মাধ্যমে পরিচয় এবং ঠিকানার প্রমাণ সংক্রান্ত নথি সংশোধন ও সংযোজন করা যাবে। সাধারণভাবে এই কাজের জন্য খরচ হয় ২৫ টাকা। আধার কেন্দ্রে গিয়ে তা করতে খরচ হয় ৫০ টাকা।
কিন্তু ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত ওই পরিষেবা বিনামূল্যে মিলবে বলে আধার কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকার প্রতি ১০ বছর অন্তর নাগরিকদের আধার তথ্য আপডেট করার পরামর্শ দিয়েছে। তাদের এই কাজে উৎসাহ দিতে ১৫ ই মার্চ থেকে বিনামূল্য তথ্য বদলের সুযোগ দেওয়া হচ্ছে।