এই মুহূর্তে কলকাতা

সোমবার কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে মৃত ন’জনের পরিবারের পাশে রাজ্য।


কলকাতা, ১৬ মে:- সোমবার আচমকা আসা কালবৈশাখীতে তছনছ হয়েছে বাংলার একাধিক জেলায়। ঝড়ের তাণ্ডবে প্রাণ হারিয়েছেন ৯ জন রাজ্যবাসী। এবার সেই সব স্বজনহারা পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। মৃতদের পরিবার পিছু দু লাখ টাকা করে আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সোমবার ঝড়ের তাণ্ডবে হাওড়ায় ৩ জনের মৃত্যু হয়েছে। পশ্চিম মেদিনীপুরে একজন, পূর্ব মেদিনীপুরে ১ জন, উত্তর ২৪ পরগনায় ২ জন ও ঝাড়গ্রামে ১ জনের মৃত্যু হয়েছে। নবান্নে এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “কালকে যে ঝড় হয়েছে, তা তুফানের মতো হয়েছে। এই ঝড়ে যে মৃত্যু হয়েছে তাতে আমরা খুবই দুঃখিত। আমরা কারওর জীবন ফিরিয়ে দিতে পারব না। মৃত্যুর বিকল্পে কিছু হয় না, জীবনটাই দামি।”

তারপরই মৃত পরিবার পিছু ২ লাখ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন। পাশাপাশি রবিবার একবালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যুর ঘটনায় ওই পরিবারকে আড়াই লাখ টাকা সাহায্যের কথা ঘোষণা করেন তিনি। বাংলার উপকুলকে রেয়াত করেছে ঘূর্ণিঝড় মোকা। কিন্তু রাজ্যে অব্যাহত কালবৈশাখীর তাণ্ডব। এই পরিস্থিতি সপ্তাহভর অব্যাহত থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। সোমবার আচমকাই আকাশ কালো করে ঝড় শুরু হয়। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনায় ঝড়ের তাণ্ডব দেখা দেয়। ঝড়ের সঙ্গে তেড়ে বৃষ্টিও নামে। বাংলায় এই হঠাৎ দুর্যোগে যে ৯ জন মারা গেছেন, তাঁদের মধ্যে একজন ১২ বছরের নাবালিকাও রয়েছে।