কলকাতা, ২৭ এপ্রিল:- বাজেটের ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় সরকার রাজ্যে এগারোটি নতুন নার্সিং কলেজ তৈরির সিদ্ধান্ত নিয়েছে। উত্তর বারাসাত, ডায়মন্ড হারবার ,আরামবাগ, রামপুরহাট, ঝাড়গ্রাম, কোচবিহার, রায়গঞ্জ, পুরুলিয়া, তমলুক, জলপাইগুড়ি এবং উলুবেরিয়ায় এই নার্সিং কলেজগুলি তৈরি করা হবে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।প্রতিটি কলেজে একশো জন করে শিক্ষার্থী বিএসসি নার্সিং প্রশিক্ষণের সুযোগ পাবেন। একটি কলেজ তৈরি করতে খরচ ধরা হয়েছে দশ কোটি টাকা।
উল্লেখ্য চলতি অর্থবছরের বাজেট প্রস্তাব পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেশজুড়ে ১৫৭টি নতুন সরকারি মেডিকেল কলেজ ও নার্সিং কলেজ তৈরি করার কথা ঘোষণা করেছিলেন।এই বরাদ্দের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রয়োজনীয় অর্থের অনুমোদন দিয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে গোটা দেশের নার্সিংয়ের ক্ষেত্রে আরও ১৫ হাজার ৭০০ আসন বাড়বে। আগে গোটা দেশে ৩৮৭টি সরকারি মেডিকেল কলেজ থাকলেও মোদি জমানায় তা বেড়ে হয়েছে ৬৬০টি। আবার তা আরও বেড়ে ৮১৭টি হতে চলেছে।