কলকাতা,২৫ মার্চ:- পুলিশের সাথে অভব্য আচরণ। গালিগালাজের পর ঝাঁপিয়ে পড়ে ইউনিফর্ম চেটে দিল এক তরুণী। ঘটনাটি ঘটেছে সল্টলেকের পিএনবি মোড়ে। অভিযুক্ত তরুণীর নাম শর্মিষ্ঠা দেবনাথ। বয়স ২৪ বছর।জানা গিয়েছে, লকডাউনের জন্য নাকা চেকিং করছিল পুলিস। তখন একটি অ্যাপ ক্যাবে পিকনিক গার্ডেন এলাকা থেকে ২ জন আসেন। পিএনবি মোড়ের কাছে গাড়িটিকে আটকানো হয়। কোথা থেকে আসছেন, কোথায় যাবেন, নিয়ম মেনে এগুলোই জিজ্ঞাসা করে পুলিস। ঠিক তখনই গাড়ি থেকে নেমে এসে অকথ্য ভাষায় পুলিসকে গালিগালাজ করে ওই তরুণী। এরপরই ওই তরুণী এক পুলিসকর্মীর ইউনিফর্ম ‘চেটে’ দেয়। তার গালে একটি ফোঁড়া ছিল। সেটি খুঁচিয়ে রক্ত বের করেও ইউনিফর্মে লাগিয়ে দেয়।সঙ্গে পুলিসকে উদ্দেশ করে ওই তরুণীকে বলতে শোনা যায়, ‘এই যে করোনা, এই যে করোনা !’ রাস্তার উপর পুলিসের সঙ্গে তরুণীর এহেন আচরণে হকচকিয়ে যায় অন্যরাও। মোবাইল বের করে ছবি তুলতে থাকে অনেকেএই ঘটনায় অভিযুক্ত তরুণী শর্মিষ্ঠা দেবনাথ (২৪) সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতদের মধ্যে রয়েছে ওই তরুণীর বন্ধু নির্মল বাল্মিকী (৩০) ও গাড়িচালক জাভেদ খান (৩৬)। গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় ফের প্রশ্নের মুখে মানুষের সচেতনতা।
Related Articles
বিনা পারিশ্রমিকে কোরোনা সচেতনতায় গান গেয়ে সকলকে মাস্ক পড়ার আহ্বান স্বপনের।
হুগলি , ২১ মার্চ:- ডেঙ্গু, নিপা ভাইরাসের পর করোনা ভাইরাসের সচেতনতা প্রচারে পূর্ব বর্ধমান জেলার খাজা আনোয়ারবেড় গ্রামের স্বপন দত্ত রাস্তায় নেমে সচেতনতা প্রচার। এদিন সকাল থেকে কামারকুণ্ডু, সিঙ্গুর, তারকেশ্বর আরামবাগ সহ বিভিন্ন রেল স্টেশনে নিজেই গান লিখে প্রচারে। বর্ধমানের রাজ্য কলেজ থেকে স্নাতক স্তরে একাউন্টেসি অনার্স নিয়ে পড়াশোনা করেছে। ইতিমধ্যেই তার সচেতনতা মূলক গানের […]
শতাব্দীর মান ভাঙাতে তাঁর বাড়িতে গিয়ে দেখা করলেন কুনাল ঘোষ।
কলকাতা , ১৫ জানুয়ারি:- শতাব্দী রায়ের মান ভাঙাতে তাঁর বাড়িতে গিয়ে দেখা করলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। শতাব্দীর দিল্লি যাত্রা নিয়ে কুনাল বলেন, ‘আমিও তাই শুনলাম। আমার সামনেই মুকুল দা ফোন করেছিলেন।’ তবে তাঁদের মধ্যে কি কথা হয়েছে তা জানেন না বলে দাবি কুনালের। তিনি বলেন, ‘শতাব্দী আমার পরিচিত। পুরনো বন্ধু। ওঁর সঙ্গে কিছুক্ষণ গল্প […]
আরামবাগ বিধানসভার সুভয়পুর হরিজন’ প্রাইমারি বিদ্যালয়ে তৃণমূলের এজেন্ট দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার।
আরামবাগ , ৬ এপ্রিল:-আরামবাগ বিধানসভার সুভয়পুর হরিজন’ প্রাইমারি বিদ্যালয়ে তৃণমূলের এজেন্ট দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার। বিজেপি মহিলা সমর্থকেরা কেন্দ্রীয় বাহিনীর সামনেই তৃণমূলের পোলিং এজেন্টের উপরে চড়াও হয়। টেনে হেঁচড়ে নিয়ে মারধর করে তৃণমূলের এজেন্টকে বের করে দেয় বলে অভিযোগ। বিজেপির মহিলা সমর্থকরা সামনে আসে। স্কুলের ভিতরে চড়াও হয়। কেন্দ্র বাহিনী থাকলেও সেরকম কিছু নিরাপত্তা দিতে […]