কলকাতা,২৫ মার্চ:- পুলিশের সাথে অভব্য আচরণ। গালিগালাজের পর ঝাঁপিয়ে পড়ে ইউনিফর্ম চেটে দিল এক তরুণী। ঘটনাটি ঘটেছে সল্টলেকের পিএনবি মোড়ে। অভিযুক্ত তরুণীর নাম শর্মিষ্ঠা দেবনাথ। বয়স ২৪ বছর।জানা গিয়েছে, লকডাউনের জন্য নাকা চেকিং করছিল পুলিস। তখন একটি অ্যাপ ক্যাবে পিকনিক গার্ডেন এলাকা থেকে ২ জন আসেন। পিএনবি মোড়ের কাছে গাড়িটিকে আটকানো হয়। কোথা থেকে আসছেন, কোথায় যাবেন, নিয়ম মেনে এগুলোই জিজ্ঞাসা করে পুলিস। ঠিক তখনই গাড়ি থেকে নেমে এসে অকথ্য ভাষায় পুলিসকে গালিগালাজ করে ওই তরুণী। এরপরই ওই তরুণী এক পুলিসকর্মীর ইউনিফর্ম ‘চেটে’ দেয়। তার গালে একটি ফোঁড়া ছিল। সেটি খুঁচিয়ে রক্ত বের করেও ইউনিফর্মে লাগিয়ে দেয়।সঙ্গে পুলিসকে উদ্দেশ করে ওই তরুণীকে বলতে শোনা যায়, ‘এই যে করোনা, এই যে করোনা !’ রাস্তার উপর পুলিসের সঙ্গে তরুণীর এহেন আচরণে হকচকিয়ে যায় অন্যরাও। মোবাইল বের করে ছবি তুলতে থাকে অনেকেএই ঘটনায় অভিযুক্ত তরুণী শর্মিষ্ঠা দেবনাথ (২৪) সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতদের মধ্যে রয়েছে ওই তরুণীর বন্ধু নির্মল বাল্মিকী (৩০) ও গাড়িচালক জাভেদ খান (৩৬)। গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় ফের প্রশ্নের মুখে মানুষের সচেতনতা।
Related Articles
ডাক বিভাগের খামে চন্দননগর কলেজ
হুগলি, ২৩ জানুয়ারি:- ভারতীয় ডাক বিভাগের বিশেষ খামে (কভার) চন্দননগর কলেজ। বৃহস্পতিবার কলেজের ঐতিহাসিক ভবনের অডিটরিয়ামে ওই খামের আত্মপ্রকাশ ঘটল। উপস্থিত ছিলেন ডাকবিভাগের অধিকর্তা (দক্ষিণবঙ্গ) ঋজু গাঙ্গুলি, হুগলি জেলা ডাকের অধিক্ষক দেবরাজ শেঠি, মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, কলেজ অধ্যক্ষ দেবাশিস সরকার সহ শিক্ষক-শিক্ষিকা ও প্রক্তনীরা। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিরা। […]
নষ্টের আশঙ্কা থেকেই সরকারি কর্মীদের সার্ভিস বুক এবার ডিজিটালাইজড।
কলকাতা, ২৪ মার্চ:- রাজ্য সরকারি কর্মীদের সার্ভিস বুক হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আটকাতে তা সম্পূর্ন ভাবে ডিজিটাল করে তোলা হবে। ধাপে ধাপে যাতে সমস্ত কর্মীর সার্ভিস বুক ডিজিটাল করে তোলা হয় সেজন্য রাজ্যের অর্থ দফতর নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে সংশ্লিষ্ট কর্মী বা তিনি যে দফতরে কর্মরত সেই দফতরের কর্তা ফিজিক্যাল […]
এগরায় বেআইনিবাজি কারখানায় বিস্ফোরণে মৃত নয়, ক্ষতিপূরণের ঘোষণা সরকারের।
কলকাতা, ১৬ মে:- পূর্ব মেদিনীপুরের এগড়ায় মঙ্গলবার বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণ গেছে ৯ জনের। আহত অন্ততপক্ষে ৭। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁরা। ওই ঘটনায় মৃতদের পরিবারপিছু ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং গুরুতর আহতদের পরিবারপিছু ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে এই ঘটনার তদন্তভার সিআইডির […]