কলকাতা, ৯ এপ্রিল:- ২০২২-২৩ অর্থবর্ষে রাজ্যের পরিবহন দফতর ৩ হাজার ৩৫৩ কোটি টাকা আয় করেছে। ২১-২২ আর্থিক বছরের তুলনায় যা প্রায় সাতশ কোটি টাকা বেশি। রেজিস্ট্রেশন ফি, ফিটনেস সার্টিফিকেট, পারমিট, ড্রাইভিং লাইসেন্স সহ একাধিক ব্যবস্থা সরলীকরণের ফলে এই আয় বেড়েছে বলে পরিবহন দফতরের তরফে জানানো হয়েছে। চলতি আর্থিক বছরে এই আয় আরো বাড়িয়ে এক হাজার কোটি টাকা করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। রাজ্যে এখন বাণিজ্যিক ও ব্যক্তিগত মিলিয়ে প্রায় ১ কোটি ৪৬ লক্ষ গাড়ি রয়েছে। এই সব গাড়ি থেকে রাজ্য সরকারের পরিবহণ দফতরে মোটা অঙ্কের আয়ও জমা পড়ছে। এবার পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, সেই আয়ের পরিমাণ এখন অনেকটাই বেড়েছে।
সেই আয় বাড়ার জন্যই নয়া অর্থবর্ষে রাজ্যের পরিবহণ দফতরের আয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৪ হাজার কোটি টাকা। তবে তাতে আমজনতার ওপর সেভাবে কোনও চাপ পড়বে না। বরঞ্চ এই টাকাই জনতার কাছে ফিরবে নানা প্রকল্পের মাধ্যমে, এমনটাই মনে করছেন রাজ্যের পরিবহণ দফতরের আধিকারিকেরা। জানা গিয়েছে, ২০২১-২২ অর্থবর্ষে বাংলার বুকে পরিবহণ দফতরের আয় হয়েছিল ২ হাজার ৬৬৪ কোটি টাকা। কিন্তু অর্থাৎ শুধুমাত্র পরিবহণ দফতরেই এক বছরের মধ্যে আয় বেড়েছে ৬৮৯ কোটি টাকা। বিগত অর্থবর্ষে প্রায় ৭০০ কোটি টাকা বেশি আয় হওয়ায় এবার রাজ্য সরকার চাইছে ১ হাজার টাকা বাড়তি রাজস্ব আদায়ের লক্ষ্য ঠিক করে নয়া লক্ষ্যমাত্রা ঠিক করা হোক। তাই ২০২৩-২৪ অর্থবর্ষে রাজ্যের পরিবহণ দফতরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৪ হাজার কোটি টাকা।