এই মুহূর্তে কলকাতা

উচ্চশিক্ষার ক্ষেত্রে এখনও পর্যন্ত ৫৩৩ কোটি টাকার বেশি ঋণ মঞ্জুর স্টুডেন্ট ক্রেডিট কার্ডে।

কলকাতা, ২২ মার্চ:- রাজ্য সরকার জাতীয় অথবা আন্তর্জাতিক স্তরে উচ্চ শিক্ষার ক্ষেত্রে চলতি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে ছাত্র ছাত্রীদের জন্য ৫৩৩ কোটি টাকার বেশি ঋন মঞ্জুর করেছে। মঙ্গলবার বিধানসভায় বিদ্যালয় শিক্ষা ও উচ্চ শিক্ষা দপ্তরের বাজেট বরাদ্দর উপরে আলোচনার জবাবী ভাষনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, এই কার্ডের মাধ্যমে এখনও পর্যন্ত ২০ হাজার ৩২৩ জন ছাত্র ছাত্রীকে ৫৩৩ কোটি ১২ লক্ষ টাকা ঋন মঞ্জুর করা হয়েছে।

রাজ্য সরকারের আরেক অভিনব প্রকল্প উৎসশ্রী পোর্টালের মাধ্যমে রাজ্যের বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষক সহ ১৪ হাজার ৭৮২ জন মাধ্যমিক শিক্ষক, আট হাজার ৫৮ জন প্রাথমিক শিক্ষক এবং দুই হাজার ১৬৮ জন অশিক্ষক কর্মীকে তাদের পছন্দের স্কুলে বদলি করা হয়েছে। রামপুরহাটের ঘটনার প্রতিবাদে সভা থেকে অয়াক আউট করায় বিজেপি পরিষদীয় দল আলোচনায় অংশ গ্রহন করেনি। তৃনমূল কংগ্রেসের মানিক ভট্টাচার্য, রফিকুল ইসলাম মন্ডল, তরুন মাইতি সহ পাঁচজন আলোচনায় অংশ নেন। পরে উচ্চ শিক্ষা খাতে ৫ হাজার ৮১১ কোটি ২০ লক্ষ ৮৬ হাজার টাকা এবং বিদ্যালয় শিক্ষা খাতে ৩৫ হাজার ২০৬ কোটি ৭২ লক্ষ ৪৩ হাজার টাকা বরাদ্দর প্রস্তাব সভায় অনুমোদিত হয়।