এই মুহূর্তে জেলা

প্রথম দিনেই দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে মুখ্যসচিব।


হুগলি, ১ এপ্রিল:- শুরু হলো ষষ্ঠ পর্যায়ে দুয়ারে সরকার। ক্যাম্পের প্রথম দিনই জেলার ক্যাম্প পরিদর্শনে আসেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণি ত্রিবেদী। ছিলেন দুয়ারে সরকার প্রকল্পের রাজ্যের নোডাল অফিসার ছোটেন লামা। শুক্রবার চন্ডীতলা ২ ব্লকের জনাই ট্রেনিং স্কুল সহ কয়েকটি ক্যাম্প ঘুরে দেখেন মুখ্যসচিব। তার পর তিনি পৌঁছন চন্ডীতলা ১ ব্লকের জঙ্গল পাড়া ক্যাম্পে। ক্যাম্পে কেমন কাজ চলছে তা খতিয়ে দেখেন। কথা বলেন উপভোক্তাদের সঙ্গে। এদিন ষষ্ঠ পর্যায়ে শুরু হলো বুথে বুথে দুয়ারে সরকার।প্রথম ভাগে ১-১০ এপ্রিল সরকারি বিভিন্ন প্রকল্পের আবেদন জমা নেওয়া হবে। দ্বিতীয় পর্যায় ১১ থেকে ২০ এপ্রিল চলবে পরিষেবা প্রদান।

জেলা জুড়ে প্রথম পর্যায় ৫,২০০ টি শিবির হবে। এদিন হুগলির জেলাশাসক পি দীপাপ্রিয়া জানিয়েছেন, প্রথম দিনে ৭৫৪ টি ক্যাম্প হয়েছে। তার মধ্যে ৪৩৪ টি মোবাইল ক্যাম্প চলেছে। জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা তদারকি করেছেন। জেলাশাসক জানিয়েছেন, এবারের ক্যাম্পে অভিযোগ জানানোর ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ করে লক্ষী ভাণ্ডার, সাস্থ্য সাথী, ভবিষ্য ক্রেডিট কার্ড,কৃষি সেচ যোজনা সহ বিধবা পেনশনের আবেদন জমা পড়েছে। গ্রাম থেকে শহর প্রচার চলছে জোরকদমে। প্রথম দিনের ক্যাম্পে হুগলি জেলায় প্রায় ৩০ হাজার মানুষের আবেদন জমা পড়েছে।