এই মুহূর্তে জেলা

চন্দননগরে পানীয় জল প্রকল্পের উদ্বোধনে ফিরহাদ হাকিম।

হুগলি, ১ এপ্রিল:- কাজ নেই তো খই ভাঁজ, এসব ইউসলেস জিনিস। রাজ্য সরকার যথেষ্ট তৎপরতা দেখিয়েছে। এবং মুখ্যমন্ত্রীর কড়া নজর আছে। ফ্যাক্ট ফইন্ডিং টিম তো এর আগেও এসেছিল। কি হয়েছে? ওসব আই ওয়াস। দাবি রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের। হাওড়ার কাজীপাড়ার ঘটনায় প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

আজ চন্দন নগরে এক পানীয় জল প্রকল্পের উদ্ধোধন করে তিনি এ কথা বলেন। চন্দননগরের বোড়াইচন্ডীতলায় কেএমডিএ এর এই প্রকল্প থেকে প্রায় পাঁচ মিলিয়ান গ্যালন পরিশ্রুত পানীয় জল প্রতিদিন সরবরাহ করা যাবে। এরজন্য ছটি ওভারহেড রিজার্ভার তৈরী হচ্ছে। যে প্রকল্পের খরচ প্রায় ষাট কোটি টাকা। এর ফলে উপকৃত হবে চন্দনগরবাসী। যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, চন্দননগর পৌরনিগমের মহানাগরিক রাম চক্রবর্তী, চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি সহ অন্যান্যরা।