প্রদীপ সাঁতরা ,২৪ মার্চ:- রাজ্যে ফের করোনার থাবা, আরও ২ জনের শরীরে মিলল সংক্রমণ। এই নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। সূত্রের খবর, এদের মধ্যে একজন লন্ডন থেকে দেশে ফিরেছিলেন। অন্যজন মিশর থেকে ভারতে ফেরেন। করোনা এই রাজ্যে এখনও পর্যন্ত এক জনের মৃত্যু হয়েছে। একসঙ্গে বহু রোগীর করোনা সংক্রমণ হলে পরিস্থিতি সামলাতে চীনের মতোই করোনা হাসপাতাল করার পরিকল্পনা বাস্তবায়িত করতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের নবনির্মিত সুপার স্পেশালিটি বিল্ডিং করোনা হাসপাতাল করা হতে পারে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর। আপাতত বাড়িটির আট এবং ন’তলাটিকে করোনা রোগী এবং উপসর্গ থাকা রোগীদের আইসোলেশন ব্যবস্থায় রাখার জন্য বিশেষ ভাবে করা হচ্ছে। প্রয়োজনে গোটা বাড়িটিকেই করোনা হাসপাতাল হিসেবে নির্ধারিত করে সেখানেই করোনা রোগীদের চিকিৎসা করা হবে বলে পরিকল্পনা করা হয়েছে। ওই বাড়িতে ২৪০ জন রোগীর চিকিৎসা হতে পারে।