এই মুহূর্তে জেলা

আবাসিক চারুকলা প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন চন্দননগরে।

প্রদীপ বসু, ১৮ মার্চ:- মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় চন্দননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের উদ্যোগে চন্দননগর রবীন্দ্রভবনের পাশে জ্যেতিরিন্দ্র নাথ সভা গৃহে আবাসিক চারুকলা প্রশিক্ষণ শিবিরের শুভ উদ্বোধন হয়ে গেল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। ছিলেন ইন্দ্রনীল সেন মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, মহাকুমা শাসক অয়ন দত্ত গুপ্ত, কমিশনার স্বপন কুন্ডু এসিপি ওয়ান বাপ্পাদিত্য ঘোষ আইসি শুভেন্দু ব্যানার্জি টি আই ও অন্যান্যরা।

ছিলেন প্রশিক্ষক বৃন্দ। এই শিবির শেষ হবে ২২ শে মার্চ পর্যন্ত। হুগলি ছাড়াও অন্যান্য এলাকার ৪০ জন শিল্পী প্রশিক্ষণ নিতে আসে। সকলকে ধন্যবাদ জানান অতিথিরা। তথ্য ও সংস্কৃতি বিভাগ আয়োজিত শিবিরে উপস্থিত প্রশিক্ষণ নিতে আসা ছাত্র ছাত্রীরা জানায় তারা খুব খুশি। বিনা ব্যয়ে এই প্রশিক্ষণ শিবির এ এছাড়া থাকা খাওয়ার বন্দোবস্ত করেছে তথ্য সংস্কৃতি দপ্তর।