তরুণ মুখোপাধ্যায় ,২৩ মার্চ:- করোনা পরিস্থিতির মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কেন্দ্রের কাছে বিশেষ প্যাকেজের দাবি জানিয়েছেন। নবান্নে আজ বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত জানতে সর্বদল বৈঠক ডাকা হয়। সেই বৈঠকে প্রায় সব দলের নেতারা কেন্দ্রের কাছে বিশেষ প্যাকেজের পক্ষে সওয়াল করেন।তার পরেই মুখ্যমন্ত্রী জানান করোনায় ক্ষতিগ্রস্থ রাজ্যগুলিকে অর্থ সাহায্যের দাবি জানিয়ে তিনি আগামীকালই প্রধানমন্ত্রীকে চিঠি দেবেন। একই সঙ্গে ব্যাঙ্কিং ফেডারেশনকে চিঠি দিয়ে রাজ্যবাসীর ব্যাঙ্ক ঋণের কিস্তি দেওয়ার সময়সীমা পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হবে বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ প্রশাসনকে মানবিক হতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন।
সিপিএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস বিজেপি ছাড়াও এসইউসি, ফরওয়ার্ড ব্লকের মতো বিভিন্ন দলের প্রতিনিধিরা বৈঠকে অংশগ্রহণ করে৷ বৈঠকে বিরোধী দলের নেতারা করোনা নিয়ন্ত্রণে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করেছেন ৷ মুখ্যমন্ত্রীও রাজনীতির ঊর্ধ্বে উঠে করোনার মোকাবিলা করার জন্য সবার কাছে আবেদেন জানান৷রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন এই পরিস্থিতিতে সাধারণ খেটে খাওয়া মানুষ ব্যপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। সিপিআইএমের পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীও জনধন প্রকল্পে কেন্দ্রসরকারকে জরুরি ভিত্তিতে টাকা দেওয়ার দাবি করেছেন । ৩১ মার্চ পর্যন্ত লকডাউন-এর সময়সীমা বাড়াতেও তিনি আর্জি জানান ।বিজেপির নেতা জয়প্রকাশ মজুমদার রাজ্য সরকারের তরফে সবরকম সহায়তার আশ্বাস দেন। ‘মুখ্যমন্ত্রী ছাড়াও এদিনের বৈঠকে ছিলেন আব্দুল মান্নান , প্রদীপ ভট্টাচার্য ,সূর্যকান্ত মিশ্র , সুজন চক্রবর্তী , জয়প্রকাশ মজুমদার , সায়ন্তন বসু , সুব্রত বক্সি , মনোজ ভট্টাচার্য , অশোক ঘোষ।Related Articles
রেশনের আটায় কিলবিল করছে পোকা, হুগলিতে ক্ষোভ এলাকাবাসীর।
হুগলি, ৩ নভেম্বর:- রেশনের আটায় কিলবিল করছে কালো পোকা। দুয়ারে রেশন থেকে উপভোক্তাদের সেই আটার প্যাকেট দেওয়া হচ্ছে। যা দেখেই ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। গোঘাটের কাঁটালি শৈলেশ্বর শিব মন্দিরে দুয়ারে রেশন ক্যাম্পে এই দৃশ্য নজরে এসেছে। রেশন দুর্নীতির অভিযোগে যখন তোলপাড় বাংলার রাজ্য রাজনীতি, ঠিক তখনই রাজ্যের নানা প্রান্ত থেকে উঠে আসছে নিম্নমানের রেশন দেওয়ার […]
বিমল গুরুং ও রোশন গিরির বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু রাজ্যের।
কলকাতা , ২১ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং ও রোশন গিরির বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলা প্রত্যাহার করে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। সরকারি সম্পত্তি নষ্ট, বেআইনি জমায়েত, জাতীয় সড়ক অবরোধ এর মত তার বিরুদ্ধে জারি হওয়া প্রায় ৭০ টি জামিন অযোগ্য ধারায় মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্যে বিভিন্ন আদালতে সরকারি নোটিশ […]
গারুলিয়া অঞ্চলের কুখ্যাত দুষ্কৃতী রাজা চৌধুরী গ্রেফতার।
উত্তর ২৪ পরগনার , ১৬ জুলাই:- উত্তর ২৪ পরগনার গারুলিয়া অঞ্চলের এক কুখ্যাত দুষ্কৃতী রাজা চৌধুরী কে আজ ভোর রাতে গ্রেফতার করলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেট নোয়াপাড়া থানা পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শাটার ও 2 রাউন্ড গুলি পাওয়া গেছে। তার বিরুদ্ধে খুন ডাকাতি সহ একাধিক অভিযোগ রয়েছে পুলিশের খাতায়।গতকাল ভাটপাড়া যুব তৃণমূল […]







