কলকাতা, ৯ মার্চ:- পোস্ত প্রেমী বঙ্গবাসীর স্বার্থে রাজ্যে পোস্ত চাষের অনুমতি দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছে নবান্ন। বৃহস্পতিবার বিধানসভায় খাদ্য ও সরবরাহ দপ্তরের বাজেট বরাদ্দর উপরে আলোচনার জবাবী ভাষনে অংশ নিয়ে চিঠি দেওয়ার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, চাহিদা অনুযায়ী এখানে পোস্ত চাষ না হওয়ায় রাজ্যকে অন্য রাজ্য থেকে চড়া দামে তা কিনতে হচ্ছে। অন্য রাজ্যকে অনুমতি দেওয়া হলেও এখানে কেন তা দেওয়া হবে না সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। কেন্দ্রীয় সরকার অনুমতি দিলে সম্পূর্ন ভাবে ঘেরা রাজ্যের কৃষি ফার্মগুলিতে পোস্ত চাষ করা হবে বলে তিনি জানিয়েছেন। সাধারন মানুষের স্বার্থে বিষয়টি নিয়ে তিনি বিরোধী সদস্যদেরও কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানোর আর্জি জানিয়েছেন।
রাজ্য বিধানসভায় খাদ্য ও সরবরাহ দফতরের তরফে জবাবি বক্তব্য পেশ করেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। সেই সময় বিকেলে বিধানসভায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। রথীন ঘোষের বক্তব্য শেষ হওয়ার পর বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। সেই সময় রাজ্যে পোস্ত চাষের অনুমতি চেয়ে সরব হন মুখ্যমন্ত্রী। মমতার বক্তব্য, ‘সব পোস্ত ড্রাগ নয়’। কেন্দ্র যাতে বাংলায় পোস্ত চাষের অনুমতি দেয়, সেই নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, এর আগে পোস্ত চাষের অনুমতি চেয়ে ৩ মার্চ কেন্দ্রকে চিঠিও দিয়েছে নবান্ন। এবার বিধানসভাতেও সেই পোস্ত চাষের অনুমতি পাওয়ার দাবিতে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, বাঙালির খাদ্যতালিকায় অন্যতম পছন্দের একটি জিনিস হল পোস্ত। আর সেই ইস্যুকেই হাতিয়ার করে এদিন বিরোধী শিবির বিজেপিকেও খোঁচা দেন মুখ্যমন্ত্রী।