এই মুহূর্তে জেলা

ভদ্রেশ্বরের তেঁতুলতলায় পুরুষরাই নারী বেশে জগদ্ধাত্রী প্রতিমা বরণ করেন

হুগলি , ২৪ নভেম্বর:- হুগলি জেলার ভদ্রেশ্বরে তেঁতুলতলার জগদ্ধাত্রী পুজো প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম। এবার এই পুজো ২২৮ বছরে পদার্পন করেছে। এই প্রাচীন পুজোর এক অভিনব বৈশিষ্ঠ রয়েছে। মঙ্গলবার দশমীর দিনে এখানে দেখা গেল পুরুষরা নারী বেশে জগদ্ধাত্রী প্রতিমা বরণ করছেন ।পুজো কমিটির সদস্যরা জানান এই বরণ প্রথা এখানে খুবই প্রাচীন দীর্ঘদিন ধরে চলে আসছে এভাবে প্রতিমা বরণ প্রথা। এই অভিনব বরণ দেখতে ভিড় জমান বহু মানুষ।