হাওড়া,৪ মার্চ:- কৌস্তভ বাগচীর গ্রেফতারির প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ প্রদর্শন করা হবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিল যুব কংগ্রেস। শনিবার দুপুরে হাওড়াতেও বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। প্রদেশ নেতা শুভ্রজ্যোতি দাসের নেতৃত্বে এদিন হাওড়ায় প্রতিবাদ হয়।
অবিলম্বে কৌস্তভ বাগচিকে জামিনের দাবি তোলা হয়। উল্লেখ্য, শনিবার ভোরে কলকাতা হাইকোর্টের আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর বাড়িতে হানা দেয় কলকাতা পুলিশ। তাঁকে গ্রেফতার করা হয়।