কলকাতা, ১৬ জানুয়ারি:- রাজ্যে সচিব স্তরে রদবদল হল সোমবার।এদিন কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে বিজ্ঞপ্তি দিয়ে ওই রদবদলের কথা জানানো হয়েছে। সংশোধনাগার দপ্তরের প্রধান সচিব রবিইন্দর সিংকে স্বনির্ভর গোষ্ঠী দপ্তরের প্রধান সচিব করা হল। সমবায় দপ্তরের সচিব জগদীশপ্রসাদ মিনাকে সংশোধনাগার দপ্তরের দায়িত্ব দেওয়া হল।
পি বি সেলিমকে সমবায় দপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল। তিনি এখন মুখ্যমন্ত্রীর সচিবালয়ের প্রোগ্রাম মনিটরিং বিভাগের সচিব এবং পশ্চিবমঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টরের পদে আছেন। ২০১০ –এর ব্যাচের আইএএস বিশ্বনাথকে রাজ্য মৎস্য উন্নয়ন নিগমের এমডি করা হল। তিনি এখন মৎস্য দপ্তরের অধিকর্তার পদে আছেন।