এই মুহূর্তে জেলা

কোচবিহারে মহিলা পুলিশদের স্কুটি প্রদান বেসরকারি সংস্থার।

 

কোচবিহার , ২০ মার্চ:-  মহিলা পুলিশদের কাজের গতি বাড়াতে একটি বেসরকারি স্কুটি প্রস্তুত কারক সংস্থা ৫০ টি স্কুটি প্রদান করল কোচবিহারে। শুক্রবার কোচবিহার পুলিশ লাইনে লেডি পুলিশের হাতে এই ৫০ স্কুটি তুলে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও পুলিশ সুপার ডা: সন্তোষ নিম্বালকর। এ প্রসঙ্গে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন ৮ মার্চ ছিল বিশ্ব নারী দিবস। সেই দিবসে উদযাপন এখনও চলছে। নারীদের ক্ষমতায়ন বাড়াতে ওই সংস্থা যে ভাবে এগিয়ে এসেছে তাতে আমরা অভিহিত। এরফলে মহিলা পুলিশদের কাজের গতিও বাড়বে। ইফটিজিং মোকাবিলায় পুলিশ কর্মীরা আরও সক্রিয় হতে পারবে।এই স্কুটি প্রদানকারী সংস্থাকে অভিনন্দন জানিয়েছেন জেলা পুলিশ সুপার ডা: সন্তোষ নিম্বালকর।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.