কলকাতা, ২৭ ডিসেম্বর:- প্রায় একযুগ পরে দেশ জুড়ে সমস্ত লোকসভা ও বিধানসভা আসনের বিন্যাস বদলের কাজ শুরু করছে নির্বাচন কমিশন। এই পর্বে গোটা দেশের বিধানসভা এবং লোকসভা ক্ষেত্রের পুনর্বিন্যাস করা হবে। তবে, এন আর সি উত্তর অসমের জন্য থাকছে পৃথক ব্যবস্থা। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে এই খবর পাওয়া গেছে। অসমের লোকসভা ও বিধানসভা আসন পুনর্বিন্যাস নিয়ে ওই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক-কে রাজ্য সরকারের সঙ্গে কথা বলার জন্য নির্দেশ দিয়েছে রাজীব কুমার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। জানা গেছে বর্তমান সময়ের নিয়েখে ভৌগলিক, প্রশাসনিক সীমানা, যোগাযোগ ব্যবস্থায় আসা বদলকে মাথায় রেখেই আসন পুনর্বিন্যাসের জন্য গাইড লাইন তৈরি করবে কমিশন।
এর আগে দেশ জুড়ে শেষ বিধানসভা এবং লোকসভার পুনর্বিন্যাস হয়েছিল ২০০৯-এর লোকসভার আগে। ২০০৫-সাল থেকে সীমানা পুনর্বিন্যাসের কাজ শুরু হয়। ২০২৬ পর্যন্ত এই পুনর্বিন্যাসের মেয়াদ ছিল। তাই আগামী বছরের গোড়া থেকেই সীমানা পুনর্বিন্যাসের কাজ শুরু হবে। ২০২৩ সাল থেকে এই কাজ শুরু হলে ২০২৬-এর মধ্যে কাজ শেষ হবে। যার বাস্তবায়ন হবে ২০২৭ সালে। দেশে শেষ জন গণনা হয়েছে ২০১১ সালে। ২০২১-এ জনগণনা হওয়ার থাকলেও সেটা সম্ভব হয়নি অতিমারীর কারণে। ২০২৩ সালে জনগণনার কাজ হলে ওই রিপোর্টের ভিত্তিতে আসন পুনর্বিন্যাস করা হতে পারে।