এই মুহূর্তে কলকাতা

করোনার ৪র্থ ঢেউ সামলাতে যুদ্ধকালীন তৎপরতা স্বাস্থ্য দপ্তরের।

কলকাতা, ২৭ ডিসেম্বর:- করোনা মোকাবিলায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা মেনে আজ কলকাতা সহ রাজ্যের বিভিন্ন হাসপাতালে মক ড্রিল চালানো হয়। স্বাস্থ্য ভবন সূত্রে জানা গেছে, তিনদিনের বিশেষ মহড়ার প্রথম দিনে মঙ্গলবার রাজ্যের মোট ৪৪টি সরকারি হাসপাতালে বিশেষ মহড়া চালানো হয়। এর মধ্যে রয়েছে কলকাতার ৫টি হাসপাতাল। এগুলি হল, এস এস কে এম, বেলেঘাটা আইডি,  আরজিকর, মেডিক্যাল কলেজ এবং বিসি রায় হাসপাতাল। সেইসঙ্গে দক্ষিণ ২৪ পরগনার এম আর বাঙুর সহ আরও ৩৯টি হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখা হয়। এছাড়া, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, আলিপুরদুয়ার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, কোচবিহার, দুই দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান এবং দুই মেদিনীপুরের সরকারি হাসপাতালগুলিতেও আজ মহড়া হয়।

চিনের মতো করোনার ভয়াবহ সংক্রমণ হলে, কীভাবে তার মোকাবিলা করা হবে, তা যাচাই করতেই এই মহড়া। কোভিড মোকাবিলায় হাসপাতালগুলিতে পর্যাপ্ত বেড, অক্সিজেন, অক্সিমিটার, ভেন্টিলেটর, পিপিই কিট, ওষুধ সহ অন্যান্য পরিকাঠামো ঠিক রয়েছে কিনা, মহড়ার সময় তা খতিয়ে দেখা হয়। রাজ্যের অন্যান্য সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে ২৯টিতে বুধবার মক ড্রিল হবে।  বৃহস্পতিবার শেষ দিনে আরও ১৯টি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে এই মহড়া চালানো হবে বলে স্বাস্থ্য ভবন সূত্রে খবর। আজ ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকও করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। দেশের বিভিন্ন অংশের চিকিৎসকরা এতে যোগ দেন। এই বৈঠকে রাজ্যের প্রতিনিধি হিসেবে হাজির ছিলেন আইএমএ-র পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক শান্তনু সেন।