কলকাতা, ১২ ডিসেম্বর:- রাজ্যের আন্তর্জাতিক সীমান্তের যে অংশে কাঁটাতারের বেড়া এখনও দেওয়া হয়নি সেই অংশে বেড়া দেওয়ার কাজ সম্পূর্ণ করতে চায় কেন্দ্র। ২০২৩ সালের মার্চের মধ্যেই রাজ্যকে বেড়া দেওয়ার জন্য জমির বন্দোবস্ত করতে বলা হল। এই বিষয় নিয়ে আজ মুখ্যসচিব এইচ কে দ্বিবেদির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। ওই বৈঠকে ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা।
প্রশাসন সূত্রে খবর, রাজ্যের আন্তর্জাতিক সীমান্তের ২৫৭ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয় নিয়ে এদিন বৈঠক হয়েছে। এর মধ্যে ১৮৬ কিলোমিটার এলাকায় বেড়া দেওয়ার জন্য আপাতত জমির ব্যবস্থা করার অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। বাকি অংশের জন্য জমি খুঁজছে রাজ্য সরকার। বেড়া দেওয়ার কাজ কেন্দ্রীয় পূর্ত দপ্তর থেকে করা হলেও, জমির ব্যবস্থা করতে হয় রাজ্য সরকারকেই। সেই জমি বাজারদরে কিনে নেয় কেন্দ্র। এদিনের বৈঠকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব মুখ্যসচিবকে জানিয়েছেন, আগামী বছরের মার্চের মধ্যে ২৫৭ কিলোমিটার জমির ব্যবস্থা করে দিতে হবে।