এই মুহূর্তে জেলা

গুজরাটে সরকার গড়ার পথে দল, হাওড়ায় আবির মেখে মিষ্টি বিতরণ বিজেপির।

হাওড়া, ৮ ডিসেম্বর:- গুজরাটে সরকার গড়ার পথে দল। হাওড়ায় আবির মেখে মিষ্টি বিতরণ করে সেলিব্রেশনে মাতলেন বিজেপি কর্মীরা।গুজরাট বিধানসভা নির্বাচনে বিপুল সাফল্য এবং সপ্তমবারের জন্য বিজেপি সরকার গড়তে চলার খুশিতে হাওড়ায় সদর বিজেপির পক্ষ থেকে বিজয় উৎসব পালন করা হলো। বৃহস্পতিবার বিকেলে হাওড়ার পঞ্চাননতলায় দলের সদর কার্য্যালয়ের সামনে পথচলতি মানুষকে মিষ্টি বিলি করা হয়। ভারতীয় জনতা পার্টির সকল স্তরের নেতৃত্ব, কার্যকর্তা ও সমর্থকরা এই বিজয় উৎসবে সামিল হন।

হাওড়া সদর বিজেপির সভাপতি মণিমোহন ভট্টাচার্য্য জানান, ভারতীয় জনতা পার্টি হাওড়া সদরের পক্ষ থেকে জেলা অফিসের সামনে গুজরাটে সপ্তমবার বিজেপি সরকার গঠনের জয়ের আনন্দে, আবির খেলা ও সাধারণ মানুষকে মিষ্টিমুখ করিয়ে সেলিব্রেট করা হলো।প্রসঙ্গত, গুজরাট বিধানসভা নির্বাচনে এদিন বিজেপি জয়ের পথে এগোতেই উল্লাসে মেতে ওঠেন হাওড়ার বিজেপি কর্মী-সমর্থকেরা। টানা সপ্তমবার সরকার গঠনের জন্য আবির মেখে মিষ্টি বিতরণ করে দলকে স্বাগত জানান দলীয় কর্মীরা।