কলকাতা, ৮ ডিসেম্বর:- গ্রামীন আবাস যোজনা তালিকায় সমীক্ষা করার সময় কেউ বাধা দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বললেন, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বুধবার সব জেলা শাসকের সঙ্গে আবাসযোজনা নিয়ে তিনি ভার্চুয়াল বৈঠক করেন। এই বৈঠকে তিনি স্পষ্ট ভাষায় বলেন, যাঁরা সমীক্ষা করতে যাচ্ছেন, তাঁরা যদি মনে করেন কেউ বাড়ি পাওয়ার শর্ত পূরণ করতে পারেনি, তাহলে তিনি বাড়ি পাবেন না। এই নিয়ে কারোর কোনও অনুরোধ–উপরোধ চলবে না। বাড়ি পাওয়া নিয়ে কোনও অনিয়ম মেনে নেওয়া হবে না। যেখানে যেমন প্রয়োজন, তেমন ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের মধ্যে সমীক্ষার কাজ শেষ করার নির্দেশও দিয়েছেন তিনি। প্রসঙ্গত, অনেক জেলাতেই সমীক্ষা করতে নেমে আশাকর্মীসহ ফিল্ডকর্মীরা বাধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ। তারই ভিত্তিতে মুখ্যসচিব এদিন এই নির্দেশ দিয়েছে। সম্প্রতি গ্রামীন আবাস যোজনার প্রাপক তালিকা তিনস্তরে যাচাই করতে বলেছেন মুখ্যসচিব। তালিকায় যাদের নাম রয়েছে দেখতে হবে সত্যিই তারা বাড়ি পাবার উপযুক্ত কিনা। এই তালিকা দেখবেন স্থানীয় অঙ্গনওয়াড়ি, আশাকর্মী। তাঁদের সঙ্গে থাকবেন গ্রামীণ পুলিশও।