হুগলি , ১৯ মার্চ :- জনসংখ্যা বৃদ্ধির সাথেই বাড়ছে জলের চাহিদা, বিশেষ করে সেই জলের চাহিদা চরম আকার নেয় জ গ্রীষ্মকালে।এবার সেই জলের সংকট অনেকটাই চাহিদা মেটাবে উত্তরপাড়ায় ধর্মতলা এলাকায় কাজ শুরু হওয়া এক অত্যাধুনিক জল প্রকল্প।একটা সময় হুগলীর উত্তরপাড়া কোতরং এলাকার এই গঙ্গার ধারে পুর ও নগর উন্নয়ন দপ্তরের জমিতে ফ্লিম সিটি করার ঘোষণা করা হয় , কিন্তু নানা কারণে তা বাস্তবায়িত না হওয়াতে সেই এলাকায় তেরি হচ্ছে এই প্রকল্পের কাজ। ‘কেএম ডি এ’এর উদ্যোগে প্রায় সাত একর জমিতে হতে চলা এই প্রকল্পের কাজ শেষ হলে উপকৃত হবেন এই এলাকা সহ পার্শবর্তী কয়েক লক্ষ বাসিন্দা।গঙ্গা থেকে জল তুলে সেই জল বিশেষ পদ্ধতিতে শোধন করে তা পাঠিয়ে দেওয়া হবে একটি নির্দিষ্ট জলাধারে,তারপর সেই জলাধারে ফের পরিশোধন করে তা পাইপ লাইনের মাধ্যমে চলে যাবে পুরসভা ও পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় তৈরী জলাধারে এবং সেখান থেকেই পৌছে যাবে এলাকার বাড়ীতে।
২৫০ এমএলডি ক্ষমতাসম্পন্ন এই প্রকল্প থেকে সুফল পাবে হুগলীর মোট ৭টি পুরসভা অর্থাৎ উত্তরপাড়া, কোন্নগর, রিষড়া,শ্রীরামপুর, ডানকুনি, চাপদানী, বৈদ্যবাটি পুরসভার মতো কানাইপুর, নবগ্রাম,রিষড়া রঘুনাথপুর,পেয়ারাপুর, ,রাজ্যধরপুর সহ মোট ৬টি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা।যুদ্ধকালীন তৎপরতায় এই প্রকল্পের কাজের পরিস্থিতি খতিয়ে দেখতে দফায় দফায় আধিকারিকরা আসছেন। ।সিইও অন্তরা আচার্য জানান আমাদের এখন লক্ষ দ্রুত প্রকল্পের কাজ শেষ করা,সেই জন্য প্রতি পনেরো দিন অন্তর এই প্রকল্পের কাজ খতিয়ে দেখতে আসবেন পদস্থ ইঞ্জিনিয়াররা। উত্তরপাড়া কোতরং পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব জানান মানুষের দৈনন্দিন জলের চাহিদার কথা বিবেচনা করে প্রায় ১৬০০ কোটি ব্যয়ে তৈরী এই প্রকল্প স্বাধীনতার পর বাংলার সব চেয়ে বড় জল প্রকল্প। যে প্রকল্পের ফলে উপকৃত হবেন প্রায় আঠারো লক্ষ মানুষ। তাই একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং অন্যদিকে মন্ত্রী ফিরহাদ হাকিম নিয়মিত খবর নিচ্ছেন কাজের অগ্রগতি নিয়ে।আমরা আশাবাদী এই প্রকল্পের কাজ সময়ে শেষ হবে। প্রকল্পের এক আধিকারিক জানান আগামী দিনে শতাধিক কর্মীর কর্মসংস্থানের সম্ভাবনা আছে। স্থানীয় বাসিন্দা দেবাশিস সরকার জানান খুব ভাল উদ্যোগ,বিশেষ করে গ্রীষ্মকালে পানীয় জলের সমস্যার সমাধান হবে।এখন দেখার এই প্রকল্পের কাজ কত তাড়াতাড়ি শেষ হয়ে পাওয়া যায় পরিশ্রুত পানীয় জল,তার অপেক্ষায় এলাকাবাসী।Related Articles
ঋতব্রত’র সভাপতিত্বে ব্রীজ এন্ড রুফ এমপ্লয়িজ ট্রেড ইউনিয়নের নবম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো হাওড়ায়।
হাওড়া, ২৩ এপ্রিল:- হাওড়ার ব্রীজ এন্ড রুফ কোং – এর আইএনটিটিইউসি অনুমোদিত এমপ্লয়িজ ট্রেড ইউনিয়নের নবম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। শুক্রবার বিকেলে ওই সভা অনুষ্ঠিত হয় হাওড়া ওয়ার্কস শ্রমিক ক্যান্টিন হলে। উপস্থিত ছিলেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী, আইএনটিটিইউসি’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আইএনটিটিইউসি’র হাওড়া জেলা সদর সভাপতি প্রাণকৃষ্ণ মজুমদার, উত্তর হাওড়ার আইএনটিটিইউসি’রসভাপতি অরবিন্দ […]
করোনার কারণেই কি ভোট বিমুখ কলকাতা দক্ষিণের?
কলকাতা , ২৮ এপ্রিল:- সপ্তম দফার নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে ২৬ শে এপ্রিল। দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ কলকাতা এবং পশ্চিম বর্ধমানের ভোট গ্রহণ হয়েছে। ভোটগ্রহণের প্রাথমিক ক্ষেত্রে অন্যান্য জেলা থেকে বিশ্ব অনেকটাই পিছিয়ে ছিল দক্ষিণ কলকাতার বিধানসভা গুলি। সকাল সাতটা থেকে নটা পর্যন্ত দক্ষিণ কলকাতায় সামগ্রিক ভোটদানের হার ছিলো ১৩.০৯% , সকাল এগারোটা পর্যন্ত […]
ভোট পরবর্তী হিংসা মন্তেসরে , তৃণমূল-বিজেপি সংঘর্ষের জেরে আহত দুই পক্ষের বেশ কয়েকজন।
পূর্ব বর্ধমান, ১৮ এপ্রিল:-বিধানসভা ভোট শেষ হতেই মন্তেশ্বরের তুল্লা গ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় আহত হলেন কয়েকজন মহিলা। আহতদের চিকিৎসার জন্য মন্তেশ্বর কাদম্বিনী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার পর গুরুতর আহত চার জনকে বর্ধমান মেডিকেল কলেজে ও হাসপাতালে পাঠানো হয়েছে। তৃণমূলের অভিযোগ বোমা, ধারালো অস্ত্র নিয়ে এলাকায় সন্ত্রাস তৈরি করেছে বিজেপির লোকজন। অন্যদিকে বিজেপির অভিযোগ, এলাকায় […]