মালদা,১৪ মার্চ :- উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে জ্ঞান হারালো পরীক্ষার্থী।তড়িঘড়ি বিদ্যালয়ের তরফে ভর্তি করা হয় হাসপাতালে। দ্বিতীয় পরীক্ষার দিন ঘটনাটি ঘটেছে মালদার এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ে। বর্তমানে মানিকচক গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রী। জানা গেছে, ওই পরীক্ষার্থীর নাম সুষমা খাতুন। মথুরাপুর তিলক সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পড়েছে এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ে। তবে শনিবার পরীক্ষা শুরুর মিনিট কয়েক পরই পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে ছাত্রী।তড়িঘড়ি তাকে উদ্ধার করে ভর্তি করা হয় মানিকচক গ্রামীন হাসপাতালে। চিকিৎসকেরা জানিয়েছে দুর্বলতা থাকায় জ্ঞান হারিয়েছে ওই ছাত্রী। হাসপাতালে ছুটে আসে পরীক্ষার দায়িত্বে থাকা আধিকারিক সহ পুলিশ কর্তারা। হাসপাতালেই পরীক্ষার জন্য ব্যবস্থা করা হয়েছে।তবে পরীক্ষা আর দেওয়া সম্ভব হয়নি তার। এপ্রসঙ্গে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষক সুনন্দন মজুমদার জানান, পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে হয়ে যাওয়ায় ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।তবে অসুস্থায় পরীক্ষা দেওয়া আর সম্ভব হবে না।
Related Articles
ধনেখালির এক তরুণের মৃত্যুকে ঘিরে রাজনৈতিক চাপান উতোর তুঙ্গে।
সুদীপ দাস,৩ এপ্রিল:- শুক্রবার ধনেখালির এক তরুণের মৃত্যুকে ঘিরে রাজনৈতিক চাপান উতোর শুরু হয়েছে।দিন দশেক আগে দিল্লী থেকে ধনেখালির বাড়িতে ফেরেন।বুধবার অসুস্থ হয়ে পড়ায় তাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়।তারপর থেকে তরুণ ইমামবাড়া হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল। তরুণের মৃত্যুর ঘটনায় এ দিন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় জেলা সদর হাসপাতা্লের ভূমিকায় প্রশ্ন তোলেন। […]
মাথাভাঙা শহর সহ বহু গ্রাম জলমগ্ন, মানসাই নদীতে লাল সতর্কতা ।
কোচবিহার , ২২ জুলাই:- ফের জলস্তর বৃদ্ধি পাচ্ছে কোচবিহারের নদীগুলোতে। ইতিমধ্যেই মাথাভাঙার মানসাই নদীতে লাল সতর্কতা জারি করা হয়েছে। বাঁধ উপচে জলমগ্ন হয়ে পড়েছে মাথাভাঙা শহরের একাধিক ওয়ার্ড। পাশাপাশি মানসাই নদীর জলে প্লাবিত হয়েছে মাথাভাঙা ১ নম্বর ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েত এলাকার বোচাগারি গ্রাম, শীতলখুচি ব্লকের ছোট শালবাড়ি ও কোচবিহার ১ নম্বর ব্লকের পুটিমারি ফুলেশ্বরী […]
নিও নর্মালে-নিউ ইয়ার , অসতর্কতার ছবি বাড়াচ্ছে আতঙ্ক।
কলকাতা , ১ জানুয়ারি:- ইংরাজী নতুন বছরেরে প্রথম দিনে নব্য স্বাভাবিকতার মোড়কে সংক্রমণের আতঙ্ককে সঙ্গী করেই নতুন বছরকে স্বাগত জনালেন রাজ্যের মানুষ। কোভিড বিধির কারণে বর্ষবরণের চেনা অনেক অনুষঙ্গে এবার ছেদ পড়েছে। সংক্রমণ রুখতে জারি হওয়া বিধি নিষেধ কার্যকর করতে সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন। তারই মধ্যে পিকনিক, প্রমোদ ভ্রমণ, ধর্মাচরণে সাধ্যমত নববর্ষের উৎসব পালন চলছে। […]