এই মুহূর্তে জেলা

কালীপূজার আগে বিশেষ অভিযান, পাচারের আগেই প্রায় এক হাজার কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত।

হাওড়া, ১৩ অক্টোবর:- কালীপূজা ও দীপাবলির আগেই বিশেষ অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল পুলিশ। হুগলি ও দক্ষিণ ২৪ পরগণার মহেশতলায় পাচারের আগেই বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত হয়েছে হাওড়ার লিলুয়া থেকে। প্রায় এক হাজার কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত হয়েছে লিলুয়ায়। দীপাবলীর আগে নিষিদ্ধ বাজি নিয়ে রমরমা থাকে বেআইনি বাজি কারবারিদের। তাদেরকে ধরতে প্রতি বছরই পুলিশের তরফ থেকে বিশেষ অভিযান চালানো হয়।

বুধবার রাতে লিলুয়া থানা ও জগদীশপুর ফাঁড়ির বিশেষ অভিযানে ১৬ নম্বর জাতীয় সড়কের কোনা মোড় থেকে সন্দেহভাজন দুটি গাড়িতে অভিযান চালিয়ে ওই বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি সহ অন্যান্য বাজি বাজেয়াপ্ত হয়। গাড়ি দুটি দক্ষিণ ২৪ পরগণার মহেশতলা থেকে হুগলির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়ির ২ চালককে গ্রেফতার করা হয়েছে। এদের বৃহস্পতিবার দুপুরে হাওড়া আদালতে তোলা হবে।