এই মুহূর্তে জেলা

ডিভিসির ছাড়া জলে ব্রিজ ভেঙে সংকটে খানাকুলের মানুষ।

হুগলি, ১৭ সেপ্টেম্বর:- ডিভিসির ছাড়া জলে খানাকুল ২ ব্লকের মুণ্ডেশ্বরীর উপর হরিশচকে কাঠের ব্রিজ ভেঙে যাওয়ায় চরম সংকটে খানাকুলবাসী। পাশাপাশি নতিবপুরে একটি বাঁশের ব্রীজ জলের তোড়ে পুরোপুরি ভেঙে পড়েছে। এর ফলে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে। হুগলি জেলা প্রশাসন ইতিমধ্যে জরুরি ভিত্তিতে ব্রীজ মেরামতির কাজ শুরু করেছে। খানাকুলের ৫০ নং জেলা পরিষদের সদস্য রমেন প্রামানিক জানান এই ব্রীজ ভেঙে যাওয়ায় যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যার সম্মুখীন হয়েছেন খানাকুলের মানুষ। খানাকুলের মানুষ এই ব্রীজটি দিয়ে প্রতিদিন ঝিকিরা, সাঁতরাগাছি হয়ে কলকাতা যাতায়াত করেন।

কিন্তু ব্রীজটি ভেঙে যাওয়ায় খানাকুলের মানুষকে এখন সড়কপথে চাঁপাডাঙা হয়ে প্রায় ৪০ কিলোমিটার বেশি পথ অতিক্রম করে কলকাতা পৌঁছাতে হবে। দুর্গাপুজোর আগেই এই বিপর্যয় খানাকুলবাসীর মনে আতঙ্কে সৃষ্টি করেছে। খানাকুল ২ ব্লকের বিডিও শঙ্খ বন্দ্যোপাধ্যায় জানান হরিশচকের ব্রীজটির মেরামতির কাজ দ্রুততার সঙ্গে শুরু হয়েছে। পাশাপাশি নদীর জল না নামা পর্যন্ত বাঁশের ব্রীজটির মেরামত করা এখনই সম্ভব হচ্ছে না। আপাতত দুটি নৌকো করে স্থানীয় মানুষদের নদী পারাপারের ব্যবস্থা করা হয়েছে।