হাওড়া, ২৫ জুন:- শনিবার সকালে হাওড়ার বালিতে এক কর্মসূচিতে এসে রেড ভলেন্টিয়ার্সদের কাজের ভূয়সী প্রশংসা শোনা গেলো মহঃ সেলিমের গলায়। তিনি বলেন, রাজ্য সরকার এখন দুয়ারে সরকার কর্মসূচি করছে। আর যখন কোভিডের সময় মানুষ যমের দুয়ারে পৌঁছে গিয়েছিল তখন রাজ্য বা কেন্দ্রীয় সরকার কাউকেই তখন খুঁজে পাওয়া যায়নি। তখন মানুষের বিপদে দাঁড়িয়েছিল এই রেড ভলেন্টিয়ার্সরাই। বালিতে পতিতপাবন পাঠক শ্রমজীবী ক্যান্টিনের বর্ষপূর্তি উপলক্ষে এক পদযাত্রায় অংশ নিয়ে এদিন রেড ভলেন্টিয়ারদের ভূয়সী প্রশংসা করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহঃ সেলিম।
তিনি বলেন, শুধু বালি বা বেলুড় এই নয়, সারা বাংলায় বিশেষত কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় যেভাবে রেড ভলেন্টিয়ার্স এর কর্মীরা দিবারাত্র নিজেদের জীবনকে বিপন্ন করে সাধারণ মানুষের বিপদে পাশে এসে দাঁড়িয়েছিলেন তার কোনও তুলনা হয়না। এদিন তিনি বলেন, এখন রাজ্য সরকার দুয়ারে সরকার পালন করছে। অথচ যখন কোভিডের সময় মানুষ যমের দুয়ারে পৌঁছে গিয়েছিলো, তখন এই রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কাউকেই খুঁজে পাওয়া যায়নি। মানুষের বিপদে তখন একমাত্র রেড ভলেন্টিয়ার্স এর কর্মীরাই পৌঁছে গিয়েছিল। মানুষকে বিপদের হাত থেকে রক্ষা করেছিল।