এই মুহূর্তে জেলা

সিভিক পুলিশ, সিভিক সেনা, এবার সিভিক শিক্ষক। চরম অন্যায় হচ্ছে। বললেন মহঃ সেলিম।


হাওড়া, ২৫ জুন:- সিভিক পুলিশ, সিভিক সেনা, এবার সিভিক শিক্ষক। চরম অন্যায় হচ্ছে। হাওড়ায় বললেন সিপিএমের রাজ্য সম্পাদক মহঃ সেলিম। বালির পতিত পাবন পাঠক শ্রমজীবী ক্যান্টিনের এক বছর পূর্ণ উপলক্ষে এক অনুষ্ঠানে হাওড়ায় এসে ওই মন্তব্য করেন তিনি। বিভিন্ন ইস্যু নিয়ে বিজেপি ও তৃণমূলকেও কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। গুজরাটের গোধরা দাঙ্গা বিরোধীদের চক্রান্ত বলে অমিত শাহের দাবি উড়িয়ে সেলিম বলেন আদালতের দোহাই দিয়ে গুজরাটের কলঙ্ক মুছতে পারবে না বিজেপি।

মহারাষ্ট্রের রাজনৈতিক ডামাডোলে টাকার থলি নিয়ে ফয়দা তোলার চেষ্টা করছে বিজেপি। এরাজ্যে মুকুল রায়দের দিয়ে তৃণমূল যে খেলায় নেমেছিল মহারাষ্ট্রেও বিজেপি সেই খেলাই খেলছে। এখানে চিটফান্ডের টাকা বিলিয়েছিল তৃণমূল, ওখানে আদানি আম্বানিদের টাকায় বিজেপি এসব করছে। অন্য প্রসঙ্গে সেলিম বলেন, যেভাবে শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয়েছে তা সিভিক শিক্ষক। সিভিক পুলিশ, সিভিক সেনা, এবার সিভিক শিক্ষক। চরম অন্যায় হচ্ছে। বালির পুর ভবিষ্যত নিয়েও একহাত নিয়েছেন সেলিম। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা নেই ওদের। তাই হাওড়া বালিতে নির্বাচন না করে মানুষের গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার হরণ করা হয়েছে।