এই মুহূর্তে জেলা

হুগলিতে জাতীয় সড়কের ধারেই ইমারতি দ্রব্য রেখে চলছে ব্যবসা, নির্বিকার প্রশাসন, বাড়ছে দুর্ঘটনা।

হুগলি, ২৫ জুন:- হুগলির বৈদবাটি থেকে তারকেশ্বর কিংবা তারকেশ্বর থেকে আরামবাগের রাস্তা অথবা গুড়াপ থেকে তারকেশ্বরের রাস্তার ওপর ইমারতী দ্রব্য রমরমিয়ে চলছে ব্যবসা। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়েই দিনের পর দিন চলছে অবৈধ কাজ। অভিযোগ এলাকার বাসিন্দাদের। এই ব্যাবসা নিয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশ ভয়ে ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও। ক্যামেরার বন্ধ অবস্থায় বলছেন সব কিছুই বলছেন খোলা মনে। অনেক দিন ধরেই এই জাতীয় সড়কের বা অন্যান্য রাস্তার ধারে ইমারতির দ্রব্য রেখে ব্যাবসা করছেন।

স্থানীয় থানায় বাজার সমিতির বা বাজার কমিটির সদস্যদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। কিন্ত কোন হেলদোল নেই পুলিশ প্রশাসনের। দুর্ঘটনা ঘটেই চলেছে। শুধু তাই নয় এলাকার বিভিন্ন মাটির কারবাবিরা রাস্তা দিয়ে মাটি নিয়ে গেলে রাস্তার উপর স্তুপ পড়ে থাকে। সেখান দিয়ে ছোট গাড়ি বা বড় গাড়ি গেলে দুর্ঘটনার কবলে পরছেন। এর আগেও এইসব জায়গায় বারংবার দুর্ঘটনা টনক নড়েনি প্রশাসনের। অনেকের প্রান গিয়েছে বলে অভিযোগ। স্থানীয় মানুষের দাবী অবিলম্বে প্রশাসন দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিক।