এই মুহূর্তে জেলা

গৃহবধূর সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগে ব্ল্যাকমেল করে কয়েক লক্ষ টাকা প্রতারণা , প্রতারক গ্রেফতার।

হাওড়া, ২৩ জুন:- গৃহবধূর সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগে ব্ল্যাকমেল করে কয়েক লক্ষ টাকা প্রতারণার ঘটনা ঘটেছে। বালি থেকে প্রতারক গ্রেফতার। তদন্তে নেমেছে লেক থানার পুলিশ। গৃহবধূর সঙ্গে ঘনিষ্ঠতা এবং সেই সুযোগে ব্ল্যাকমেল করে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। জানা গেছে, নিরাপত্তা আধিকারিকের পোশাকে ছবি দিয়ে সোস্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলেছিলেন অভিযুক্ত ব্যক্তি। বুধবারই বালি থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে লেক থানার পুলিশ। ধৃতের নাম বৃন্দাবন ঘড়ুই বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি বালি থানা এলাকার নিমতলার কাছে অফিস ভাড়া নিয়ে সিকিউরিটি এজেন্সি চালাতেন। অভিযোগ, সোস্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলে বিভিন্ন মহিলা ও পুরুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতেন তিনি। এবং বন্ধুত্ব পাতানোর চেষ্টা করতেন।

কলকাতার লেক থানা এলাকার এক গৃহবধূর সঙ্গে পরিচয়ের সূত্রে দুই পরিবারের মধ্যেও যোগাযোগ হয়। সেই সূত্রেই গৃহবধূর সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগে তাঁর থেকে ‘ব্ল্যাকমেইল’ করে টাকা নেওয়া শুরু হয়। কয়েক লক্ষ টাকা নগদ ও গয়না হাতিয়ে নেওয়া হয় ওই গৃহবধূর থেকে। অভিযোগ, এরপর নানাভাবে ওই গৃহবধূকে ব্ল্যাকমেল করে আরও টাকা আদায়ের চেষ্টা চালান অভিযুক্ত ব্যক্তি। টাকা না দিলে ওই বধূর আপত্তির অবস্থার ছবি সোস্যাল মিডিয়ায় আপলোডের হুমকিও দেয় সে। অবশেষে দম্পতি পুলিশের দ্বারস্থ হন। তদন্তে নামে লেক থানার পুলিশ। বুধবার অভিযুক্তকে বালি থানার পুলিশের সাহায্য নিয়ে গ্রেফতার করা হয়।