হাওড়া, ১৯ মে:- ট্রেড লাইসেন্স ব্যবস্থার সরলীকরণ করে নতুন অর্থ বর্ষে রেকর্ড পরিমাণ আয় করল হাওড়া পুরনিগম। গত দেড় মাসে পুর কোষাগারে লক্ষ্মীলাভ হয়েছে প্রায় ৪ কোটি ৭২ লক্ষ টাকা। পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী জানান, অর্থনৈতিক সমস্যার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল প্রত্যেক আর্বান বডিকে যেমন আয় বাড়াতে হবে তেমনই খরচ কমাতে হবে। এই নির্দেশ মাথায় রেখে কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছিল। তার ফলস্বরূপ ট্রেড লাইসেন্স দপ্তরে গত বছর ২০২১ এর ১ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত যেখানে ২৩ লক্ষ টাকা আয় হয়েছিল, সেখানে চলতি ২০২২ সালে ১ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত দেড় মাসে রাজস্ব আদায় করা গিয়েছে ৪ কোটি ৭২ লক্ষ টাকা। এটা আমাদের কাছে একটা বড় অ্যাচিভমেন্ট। কিভাবে এই পরিবর্তন এলো এব্যাপারে সুজয় চক্রবর্তী জানান, প্রথমত লাইসেন্সিং ব্যবস্থা পুরোটাই অনলাইন করা হয়েছে।
এর পাশাপাশি সেলফ ডিক্লারেশনের ভিত্তিতে লাইসেন্স দেওয়া হয়েছে। গোটা আর্থিকবর্ষে এই রাজস্ব আয়ের পরিমাণ কয়েক কোটিতে যাবে। শুরুতেই যদি এই পরিমাণ রাজস্ব আদায় হয় তাহলে বছরের বাকি দিনে আরও পরিমাণে রাজস্ব আদায় হবে। গত বছর যে জায়গায় আয় ছিল তার তুলনায় অনেকটাই এগিয়ে যাবে। লাইসেন্স পাওয়ার জন্য পদ্ধতি সরলীকরণ করা হয়েছে। ব্যবসায়ীকে কোথাও যেতে হচ্ছে না। শুধুমাত্র যিনি ব্যবসা করছেন তাঁর নিজের পরিচয়পত্র এবং তিনি যে জায়গায় ব্যবসা করবেন তার প্রমাণ এই ২টি ডকুমেন্ট দিয়ে লাইসেন্স পেতে পারছেন। এই ট্রেড লাইসেন্সের পরিবর্তে বলা হচ্ছে সার্টিফিকেট। যারা লাইসেন্স রিনিউ করছেন তারা সঠিক সময়ে রিনিউ করতে পারছেন। আমাদের টার্গেট থাকে যতটা পরিমাণ বেশি রাজস্ব আদায় করতে পারা যায়। বিশেষ করে যারা নতুন লাইসেন্স করতে যাচ্ছেন বা লাইসেন্স পুনর্নবিকরণ করতে যাচ্ছেন তাঁদের জন্য স্ক্রুটিনি টিম যাচ্ছে। তারা সেখানে সবকিছু চেক করছেন।