কলকাতা, ১৮ মে:- নিয়োগ বিতর্কের মাঝেই স্কুল সার্ভিস কমিশনকে ঢেলে সাজাতে উদ্যোগী হলো রাজ্য সরকার।চার মাস আগে নিযুক্ত চেয়ারম্যান কে সরিয়ে দিয়ে এবার একজন আইএএস আধিকারিককে এসএসসির চেয়ারম্যান পদে বসানো হলো। বুধবার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন সিদ্ধার্থ মজুমদার। দায়িত্ব নেওয়ার মাত্র চার মাস পরেই তিনি পদ থেকে ইস্তফা দিলেন। সিদ্ধার্থ মজুমদারের জায়গায় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন শুভ্র চক্রবর্ত্তী। তিনি সর্বশিক্ষা মিশনের রাজ্য অধিকর্তা পদে ছিলেন।জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করেন। সেখানেই শিক্ষামন্ত্রীকে মুখ্যমন্ত্রী এসএসসির খোলনলচে বদলে ফেলার নির্দেশ দেন।
এরপর সন্ধ্যায় এসএসসি চেয়ারম্যান তার পদত্যাগপত্র বিকাশ ভবনে পাঠিয়ে দেন। এবার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে কোন আইএএস অফিসার কে বসানোরও নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এসএসসির দায়িত্বে থাকা একাধিক পদাধিকারিকে সরিয়ে দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। নিয়োগ দুর্নীতি নিয়ে যখন নাজেহাল অবস্থা স্কুল সার্ভিস কমিশনের। তখন রাজ্যের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। একে দীর্ঘদিন রাজ্যে শিক্ষক নিয়োগ হয়নি, তারপরে যেভাবে পরীক্ষা না দিয়ে নিয়োগ পত্র দেওয়া হয়েছে, তা রাজ্যের ভাবমূর্তিকে ক্ষুন্ন করছে। এই পরিস্থিতিতে রাজ্য চাইছে স্কুল সার্ভিস কমিশনকে ঢেলে সাজাতে। যাতে দুর্নীতির শিকড় উপড়ে ফেলা যায়।