হাওড়া, ১৪ মে:- হাওড়া স্টেশনের সামনে বিক্ষোভ ‘বাংলা পক্ষ’ সংগঠনের। শনিবার বিকেলে সংগঠনের পক্ষ থেকে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের সামনে কয়েকশো সদস্য জমায়েত হন। তাঁরা জয় বাংলা স্লোগান তোলেন। স্টেশনের বাইরে তাঁরা বিক্ষিভ দেখান। তাঁদের বক্তব্য, বাংলায় ৮৬ শতাংশই বাঙালি।
সেখানে বাঙালিদেরই আধিপত্য থাকবে। বহিরাগত হিন্দিভাষীরা রাজ্যে জায়গা দখল করেছে তা তাঁরা মেনে নেবেননা। তাঁরা মনে করেন বহিরাগত অর্থাৎ ভিন রাজ্যের মানুষরা এখানে বিভিন্ন ক্ষেত্র দখল করেছে যার ফলে বাঙালিরা বঞ্চিত হচ্ছেন এবং তাঁদের দ্বারা অত্যাচারিত হচ্ছেন। এর অবসান ঘটানোর ডাক দেয় বাংলা পক্ষ সংগঠন।