হুগলি,৬ মার্চ:- এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল হুগলির আরামবাগ। এই ঘটনায় তিনজন বিজেপি কর্মী ও তৃণমূলেরও বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছেন। বিজেপির নেতা কর্মীদের বেশ কয়েক জনের বাড়িও ভাঙ্গচুর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন এক বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের রতনপুর এলাকায়। পরিস্থিতি সামাল দিতে আরামবাগ থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে হাজির হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তৃণমূলের অভিযোগ, তাদের কর্মী সুনীল মন্ডল সাইকেলে করে বাড়ি ফিরছিল। সেই সময় বিজেপি লোকজন তাকে ধরে লাঠি বাঁশ দিয়ে ব্যাপক মারধর করে। তৃণমূলের আরও অভিযোগ তাদের কয়েকদিন ধরেই পতাকা ফেস্টুন ছিড়ে ফেলে দিচ্ছিল বিজেপির নেতা কর্মীরা।
পাল্টা বিজেপির অভিযোগ, বিজেপি নেতাদের ওপর হামলা চালাচ্ছে তৃণমূলের লোকজন। আর মিথ্যা কেস দিয়ে পুলিশকে দিয়ে বিজেপির নেতা কর্মীদের তুলিয়ে দিচ্ছে। উহ্লেখ্য, এলাকা দখল করাকে কেন্দ্র করে রতনপুর এলাকায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক উত্তাপের সৃষ্টি হয়। বৃহস্পতিবার রাতে বিজেপি ও তৃণমূলের লোকজনের সাথে বচসা সৃষ্টি হয়। বচসা থেকেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকায। এরপরই শুরু হয় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। এই ঘটনায় তৃণমূল ও বিজেপির বেশ কয়েকজন আহত হয়। বিজেপির নেতা কর্মীদের বেশ কয়েকটি বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহতদের আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন রাখা হয়েছে।Related Articles
নাগরিকদের পুর পরিষেবা দিতে তৎপর মন্ত্রী, রাজ্যজুড়ে পরিদর্শনে ফিরহাদ।
কলকাতা, ২৪ জানুয়ারি:- পুর এলাকার নাগরিকরা সমস্ত রকম পরিষেবা এবং সরকারি প্রকল্পের সুবিধা ঠিকমত পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখতে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম রাজ্যের সব পুরসভা পরিদর্শন করবেন। গত শনিবার রানাঘাট পুরসভা সফরের মধ্যে দিয়ে তিনি ওই কর্মসূচির সূচনা করেছেন। এখন থেকে তিনি প্রতি সপ্তাহে একটি করে পুরসভায় পরিদর্শনে যাবেন বলে পুর দফতর […]
দু’বেলা পেট ভরার মতো খাবারই নেই , তিন মাসের মেয়ের হৃৎপিণ্ডে ক্রমেই বড় হচ্ছে টিউমার ভেবে আকুল মর্জিনা বিবি ৷
মালদা,২৯ এপ্রিল:- লকডাউনে ভিনরাজ্যে আটকে রয়েছে স্বামী ৷ এদিকে তিন মাসের মেয়ে রানীর হৃৎপিণ্ডের উপর ক্রমেই বড় হচ্ছে টিউমার ৷ এলাকার চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, দ্রুত বড় কোনও হাসপাতালে নিয়ে যেতে হবে বাচ্চাকে৷ কিন্তু লকডাউনের মধ্যে সেই পরিস্থিতি নেই ৷ ঘরে দু’বেলা পেট ভরার মতো খাবারই নেই, টাকাপয়সা তো অনেক দূরের কথা ৷ ভিনরাজ্য থেকে কোনও […]
যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে অশান্ত চুঁচুড়া।
হুগলি, ১২ আগস্ট:- যুবক মৃত্যু ঘিরে ব্যাপক অশান্তি হুগলির চকবাজার পাংগাটুলি এলাকা। এলাকায় বিশাল পুলিশ বাহিনী। ক্ষিপ্ত জনতা ভাঙচুরো চালায়। ঘটনা প্রসঙ্গে জানা যায় শেখ হায়দার ও রেখা দাস নামক দুজনের মধ্যে অনেকদিন আগে থেকে এক অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। গত ২৭ দিন ধরে দুজনকেই পাওয়া যাচ্ছিল না। শেখ হায়দারের পরিবার থানায় তাদের নিখোঁজ হওয়ার […]








