হাওড়া,৬ ডিসেম্বর:- বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল স্কুল পড়ুয়ারা। শুক্রবার দুপুর নাগাদ দ্বিতীয় হুগলী সেতু টোল প্লাজায় ঢোকার মুখে একটি স্কুল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি টাটা ৪০৭ গাড়িকে ধাক্কা মারে। যদিও বাসে থাকা পড়ুয়ারা সকলেই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। মন্দিরতলা আউট পোস্টের পুলিশ কর্মীরা দ্রুত সেখানে চলে আসেন। খবর দেওয়া হয় কলকাতা পুলিশকে। হেস্টিংস থানার তৎপরতায় বাসটি সেখান থেকে সরানো হয়। পড়ুয়াদের সকলকেই উদ্ধার করা হয়।
তবে বাসটির সামান্য ক্ষতি হয়। মন্দিরতলা আউট পোস্ট সূত্রের খবর, এদিন ঘটনাটি ঘটে দুপুর ২-৩৫ মিনিট নাগাদ। ফোর্ট উইলিয়মের দিক থেকে কেন্দ্রীয় বিদ্যালয়ের স্কুল বাসটি হাওড়ার দিকে আসছিল। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৪০৭ গাড়িটির পিছনে ধাক্কা মারে। হেস্টিংস থানার পুলিশ এসে বিকেল তিনটে নাগাদ বাসটিকে সরিয়ে নিয়ে যায়।Related Articles
নদীয়ার গৌরাঙ্গ সেতুতে ধ্বস্। বন্ধ ভারী জান চলাচল।
নদীয়া, ২০ অক্টোবর:- ফের একবার বড়সড় দূর্ঘটনা থেকে রক্ষা পেল, সাধারণ মানুষ। এদিন সকালে নদীয়ার নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে ধ্বস দেখা দেয়। উল্লেখ্য সেতুটি তৈরি হয়েছিল ১৯৮২ সালে এবং তার পর থেকে একবার ও রেনোভেশন করা হয়নি সম্প্রতি ২০২১ সালে রেনোভেশন করা হবে বলে পূর্ত দপ্তর থেকে একটি বোর্ড গত কয়েক মাস আগে লাগানো হয়। আজ […]
আগামী একুশে জানুয়ারি নিজের তৈরি নতুন দলের আত্মপ্রকাশ করবেন আব্বাস সিদ্দিকী।
হুগলি , ৮ জানুয়ারি:- আগামী ২১ শে জানুয়ারি কলকাতার প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এবারের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একটি নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে। হুগলির ফুরফুরা আজ এক সম্মেলনে করে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী সাংবাদিকদের একথা জানিয়ে বলেন, এবারের নির্বাচনে তাদের দল রাজ্যে 60 থেকে 80 কেন্দ্রে প্রতিদ্বন্দ্বীতা অবস্থায় রয়েছে। এবং ইতিমধ্যে অন্যএকটি সর্বভারতীয় […]
চায়ে-পে চর্চায় জনসংযোগ হুগলির বিজেপি প্রার্থী লকেটের।
হুগলি, ৩ মার্চ:- চায়ে পে চর্চা চন্দননগর রানী ঘাটে,স্ট্যান্ডে হেঁটে জন সংযোগ লকেট চট্টোপাধ্যায়ের।গতকাল নাম ঘোষনার পর আজ দুপুর থেকে প্রচার শুরু করে দেন হুগলির বিজেপি প্রার্থী।চুঁচুড়া মিত্র বাগান এলাকায় দেওয়াল লিখে শুরু হয় প্রচার।এরপর বিকালে চন্দননগর রানী ঘাটে দলীয় কর্মিদের নিয়ে বসেন লকেট।হাতে চায়ের ভাঁড় নিয়ে চলে আলোচনা।এরপর চন্দননগর স্ট্যান্ডে হেঁটে জনসংযোগ করেন। লকেট […]








