হাওড়া, ২ মে:- হাওড়ার সাঁকরাইল থানা এলাকার বকুলতলা চাঁদমারি রোডের হাঁসখালিপোল হরেকৃষ্ণনগরে খালের ধার থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের গলার নলি কটা মৃতদেহ উদ্ধার হয়েছে। সোমবার সকালে ওই মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যুবককে খুন করে এই স্থানে ফেলে দিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে সাঁকরাইল থানার পুলিশ। যুবকের পরনে ছিল ব্লু রঙের জিন্সের প্যান্ট, সবুজ জামা। দেহ উপুড় অবস্থায় পড়েছিল। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দেহে পচন ধরেছিল। অনুমান দু’তিনদিন আগেই ঘটনা ঘটে থাকতে পারে।