এই মুহূর্তে জেলা

হাওড়ার জগৎবল্লভপুরে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন।


হাওড়া, ২ মে:- সোমবার রাতে হাওড়ার জগৎবল্লভপুরের মানিকপীর এলাকায় একটি প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন লাগে। গোটা কারখানার একটা বড় অংশই পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা পুলিশ এবং দমকলকে খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন।

ওই সময় প্রচন্ড বৃষ্টি শুরু হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতেও খানিকটা সুবিধা হয়। দমকল কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান ইলেকট্রিক্যাল শট সার্কিট থেকেই আগুন লাগে। গোটা ঘটনা খতিয়ে দেখছে দমকল। তবে, এই ঘটনায় হতাহতের খবর নেই।