এই মুহূর্তে কলকাতা

আগামী দুসপ্তাহ রাজ্যজুড়ে বাংলা উন্নয়নের নামে কর্মসূচি পালন, সরকারের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে।

কলকাতা, ১ মে:- রাজ্যের তৃতীয় তৃণমূল কংগ্রেস সরকারের বর্ষপূর্তি উপলক্ষে রাজ্য সরকার দুসপ্তাহব্যপি বিশেষ প্রচার কর্মসূচি গ্রহণ করেছে। আগামী ৫ থেকে ২০ মে রাজ্য জুড়ে বাংলা উন্নয়নের পথে নামে এই কর্মসূচি পালন করা হবে। এই প্রকল্পে রাজ্যের সর্বস্তরের আধিকারিকদের অংশগ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন প্রচার কর্মসূচির মাধ্যমে গত ১১ বছরে সরকারের যাবতীয় উন্নয়নের খতিয়ান তুলে ধরা হবে। এজন্য প্রত্যেক জেলা প্রশাসনকে বসে আঁকো প্রতিযোগিতা, গান ও নাচের প্রতিযোগিতা, এলাকাভিত্তিক বিষয় নিয়ে আলাপ আলোচনা, সামাজিক ও স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ের উপর আলোচনা চক্র, বিজ্ঞান মেলা, ক্রীড়া প্রতিযোগিতারও মতো অনুষ্ঠানের আয়োজন করারও নির্দেশ দেওয়া হয়েছে।

গত বুধবার এ বিষয়ে নবান্নে একটি বৈঠকও করেন মুখ্যমন্ত্রী। যদিও সেইদিন কর্মসূচির নাম জানাননি তিনি। পরে প্রশাসনের শীর্ষকর্তাদের নাম জানিয়ে দেওয়া হলে, তা জেলাস্তরের আধিকারিকদের জানানো হয়। নবান্ন থেকে নির্দেশে বলা হয়, আগামী ৫ থেকে ২০ মে পর্যন্ত ‘বাংলা উন্নয়নের পথে’ কর্মসূচি হবে। এই কর্মসূচি মিটে গেলে ২১-৩১ মে পর্যন্ত চলবে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি।এই দুই কর্মসূচি সফল করতে জেলাশাসকদের কড়া নজর দিতে বলা হয়েছে। সরকারি কর্মী ও আধিকারিকদের বিশেষ প্রয়োজন ছাড়া ছুটি বাতিল করা হয়েছে।