এই মুহূর্তে কলকাতা

অবশেষে তৃণমূল কংগ্রেস ছাড়লেন শুভেন্দু অধিকারী।


কলকাতা , ১৭ ডিসেম্বর:- সমস্ত জল্পনার অবসান। অবশেষে তৃণমূল কংগ্রেস ছাড়লেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার ই-মেইলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের পদত্যাগপত্র পাঠান তিনি। দলের প্রাথমিক সদস্যপদ সহ দলের বিভিন্ন পদ যা তাঁর হাতে ছিল সেগুলি থেকে পদত্যাগের কথা পদত্যাগপত্রে জানিয়েছেন তিনি। একইসঙ্গে তৃণমূল কংগ্রেসে থাকাকালীন তাঁর উপর ন্যস্ত বিভিন্ন দায়িত্ব এবং কাজ করার ক্ষেত্রে সফলভাবে বিভিন্ন চড়াই-উতরাই পেরোনোর জন্য দলকে ধন্যবাদ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি তৃণমূল কংগ্রেসে কাটানো সময় চিরকাল মনে রাখবেন বলেও চিঠিতে উল্লেখ করেছেন তিনি। তবে দল ছাড়ার নির্দিষ্ট কোনও কারণ দেখাননি তিনি।

প্রথমে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স বা এইচআরবিসি চেয়ারম্যান পদ। পরে পরিবহণ মন্ত্রীত্ব সহ তাঁর হাতে থাকা সমস্ত মন্ত্রীত্বের দফতর। হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি। ধাপে ধাপে একের পর এক পদ ছেড়েছেন শুভেন্দু অধিকারী। আর বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন তিনি। আর তার সঙ্গে রাজনৈতিক মহলে চলা শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের জল্পনা আরও জোরালো হল। রাজনৈতিক মহলে খবর রয়েছে শীঘ্রই বিজেপিতে যোগদান করতে পারেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার তিনি দলীয় প্রাথমিক সদস্যপদ সহ সমস্ত সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর এখন শুভেন্দু অধিকারীর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের দিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।