এই মুহূর্তে জেলা

নাম না নিয়ে রাজ্যপালকে ‘দাদু’ বলে কটাক্ষ ফিরহাদের।

হাওড়া, ২৪ এপ্রিল:- রবিবার উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেসের বুথভিত্তিক রাজনৈতিক কর্মী সম্মেলনে এসে নাম না নিয়ে রাজ্যপালকে ‘দাদু’ বলে কটাক্ষ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন এবং পরিবহন মন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম। তিনি রাজ্যপালকে এদিন নাম না করে ‘দাদু’ বলে কটাক্ষ করেন। ফিরহাদ হাকিম বলেন, দাদুটা আটকে রেখেছেন। রাজভবনে আমিও ২-৩ বার গেছি।

এখন উনি বলছেন তুম আও। আমি যাব। দেখি নেত্রীকে জিজ্ঞেস করে যাব। গেলে হয়তো ওটা ছেড়ে দেবেন। হবে। কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে। কিন্তু কলকাতার সাথে একসঙ্গেই হাওড়া পুরসভার ভোট হয়ে যাবার কথা ছিল। দাদু আটকে রেখে দিয়েছেন। তবে হাওড়া কর্পোরেশনের নির্বাচন খুব শীঘ্রই হবে বলে তিনি আশাবাদী।